২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আর ঠিক তখনই, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিশু সংসদ নির্বাচন হয়।
আরও পড়ুন: এই শিব মন্দিরের দেওয়াল এখন থেকে ‘মানবতার ….’
তবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসল নয়, সবাই স্কুলের খুদে পড়ুয়া। জওয়ানদের পোশাক পরে হাতে খেলনা একে৪৭ ধরে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে থাকা এই সব খুদেদের দেখলে বোঝা ভার আসল না নকল। গুরুগম্ভীর ভঙ্গীমায় অতন্ত দায়িত্বশীল ভবে তারা পালন করছে তাদের দায়িত্ব। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৯ । ২০০৯ শিক্ষা বিল অনুসারে এই নির্বাচন করা হয়।
advertisement
আরও পড়ুন: দিঘা নয় এবার দোলে কলকাতার কাছেই ঘুরে আসুন নির্জন এই সমুদ্র সৈকতে !
নির্বাচনী বিধি মেনে, ভোটার স্লিপ, ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার সহ সমস্ত বিধি মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে নমিনেশন ফাইল ও করে ছাত্র-ছাত্রীরা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশমন্ত্রী সহ একাধিক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নির্বাচিত শিশুরা স্কুলের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধা তারা লক্ষ রাখবে।
নবাব মল্লিক





