ডুয়ার্সের বুক চিরে চলবে এই অত্যাধুনিক ভলভো বাস। স্লিপার, বায়ো টয়লেট, শীততাপনিয়ন্ত্রিত বাস এটি। ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁ থেকে বিকেল ৪টার সময় ছাড়বে এই বাস। জলদাপাড়ায় – ৪.৩০, বীরপাড়া বাইপাস – ৪.৫০, নাগরাকাটা – ৫.৩০, চালসা – ৫.৫০, লাটাগুড়ি – ৬.৩০, ময়নাগুড়ি – ৬.৫০ তারপর শিলিগুড়ি বাইপাস নৌকা ঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে চলে যাবে বাসটি।
advertisement
আরও পড়ুন: লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও
ডুয়ার্স পর্যটনের ক্ষেত্রে এই বাস আলোড়ন ফেলে দেবে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। এরপর পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু স্টপেজ সংযোগ করা হবে বলে জানা গিয়েছে। ৩৬টি সিট রয়েছে বাস। জয়গাঁ থেকে কলকাতার ভাড়া ২০০০ টাকা। সমস্ত টিকিট অনলাইন বুকিং-এর মাধ্যমে মিলবে। যারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে পকেটের টাকা বেশি খরচ করে গাড়ি ভাড়া করে ডুয়ার্স ঘুরতে আসতেন। এবারে তারা নৌকাঘাট মোড়ে এলেই এই বাস ধরতে পারবেন। এই বাসে একবার চড়ে গেলে আর চিন্তা নেই। মিলবে বাসেই খাওয়া। ৫ বছরের নিচের শিশুদের টিকিটের টাকা লাগবে না।
আরও পড়ুন: মা আর দাদু ছিল বাড়িতে, তার মাঝেই নিখোঁজ ৭ মাসের শিশুকন্যা! ১০ ঘণ্টাতেই অপরাধ ফাঁস করল পুলিশ
পর্যটন বিশেষজ্ঞ সম্রাট সান্যাল জানান, “শিলিগুড়ির পর আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে এই অত্যাধুনিক বাস পরিষেবা চালু হল। ভুটানে যেমন পর্যটকরা আসবেন তেমন ডুয়ার্স এলাকাতেও পর্যটক আসবেন। ট্রেন টিকিটের চিন্তা দূর হবে পর্যটকদের।”





