Maha Shivratri 2024: এই শিব মন্দিরের দেওয়াল এখন থেকে 'মানবতার ....'
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মন্দির যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মানবতার দেওয়াল থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা
দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে মথুরাপুরের শিবমন্দিরের দেওয়াল হবে ‘মানবতার দেওয়াল’। এমনই জানিয়েছেন মন্দিরকমিটির সদস্যরা। শতাব্দী প্রাচীন এই শিব মন্দিরের দেওয়ালকে মানবতার দেওয়ালের রূপ দেওয়ায় খুশি স্থানীয়রা। মানবতার দেওয়াল হল বিনা পয়সায় জামাকাপড় দেওয়ার ঠিকানা। এখানে স্থানীয় বাসিন্দারা জামাকাপড় ঝুলিয়ে রাখেন। নতুন অথবা পুরানো, যার কাছে যা আছে সেগুলি প্রয়োজনমত এখানে রেখে যান তাঁরা। এরপর সেই জামাকাপড় যাদের দরকার তাঁরা এসে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান শিবঠাকুরকে সাক্ষী রেখে। শতাব্দী প্রচীন এই শিবমন্দিরকে নিয়ে রয়েছে অনেক গল্প কাহিনী।
স্থানীয়দের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। এখানে রয়েছে প্রাচীন অশ্বথ গাছ, যার তলায় বিশ্রাম নেন শিবঠাকুর। বর্তমানে সেখানে আটচালা তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই আটচালা তৈরি করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
শিবরাত্রিতে এখানে প্রচুর পূণ্যার্থী আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আর সেজন্য তার আগেই মানবতার দেওয়াল খুলে দেওয়া হয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দাদের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন আনেকেই। মন্দির যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মানবতার দেওয়াল থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 11:06 PM IST