আরও পড়ুন: বাজার করে ফেরার সময় বাস পিষে দিল ব্যবসায়ীকে! বাড়িতে দু’বছরের মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী
সূত্রের খবর, গত রবিবার নুরপুরের বাসিন্দা রাহিলা বেওয়ার সঙ্গে ছেলের মনোমালিন্য হয়। এরপরই বাড়ি থেকে বের হয়ে যান ওই বৃদ্ধা। ঘণ্টাখানেক পরেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি সন্ধান করেও তাঁর খোঁজ না মেলায় শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানায় মিসিং ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে। এছাড়াও পরিবারের উদ্যোগে এলাকার নানান গুরুত্বপূর্ণ জায়গায় রাহিলা বেওয়ার ছবি দিয়ে পোস্টার মেরে তাঁর সন্ধান চাওয়া হয়। কিন্তু তাতেও বিশেষ একটা লাভ হয়নি।
advertisement
এরপর বৃহস্পতিবার দুপুরে নুরপুর হাই মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশের খালে হঠাৎই ওই বৃদ্ধার দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে রামনগর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধার দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনার শেষ নেই। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গত চারদিন ওই বৃদ্ধা কোথায় ছিলেন, কীভাবে তাঁর এই মর্মান্তিক পরিণতি হল তা ভেবে পাচ্ছেন না কেউ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা