South 24 Parganas News: বাজার করে ফেরার সময় বাস পিষে দিল ব্যবসায়ীকে! বাড়িতে দু'বছরের মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:ANISH UDDIN MOLLA
Last Updated:
মুদিখানা দোকানের মাল কিনে ফেরার পথে হাঁটুগঞ্জ মোড়ে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে ওই ব্যবসায়ীকে পিষে দিয়ে চলে যায়।
দক্ষিণ ২৪ পরগনা: দোকানের মাল গস্ত করে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষে মৃত্যু হল ব্যবসায়ীর। কুলপির হটুগঞ্জ মোড়ের ঘটনা। মৃত ব্যবসায়ীর নাম ইন্দ্রজিৎ হালদার। তাঁর মুদিখানার ব্যবসা আছে। বৃহস্পতিবার সন্ধেয় মুদিখানা দোকানের মাল কিনে ফেরার পথে হাঁটুগঞ্জ মোড়ে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ওই ব্যবসায়ীর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
মৃত ইন্দ্রজিৎ হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলপির আটবাজার এলাকায়। তাঁর মুদিখানা দোকানের মালপত্র কিনতেই তিনি বৃহস্পতিবার সন্ধেয় হটুগঞ্জ মোড়ে এসেছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বাজার করে বাড়ি ফেরার পথে হটুগঞ্জ মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর কাকদ্বীপগামী একটি যাত্রীবোঝাই বাসে তাঁকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় ইন্দ্রজিৎ হালদারকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হটুগঞ্জ মোড়ে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ হালদারের দু’বছরের একটি শিশু সন্তান আছে। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এই অবস্থায় হঠাৎ ওই ব্যবসায়ীর মৃত্যুতে কার্যত ভাষা হারিয়েছে গোটা পরিবার। শোকের পাশাপাশি একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ছোট সন্তানটির পাশাপাশি আগামী দিনে যে আসতে চলেছে তাদের বড় করে তুলবে কে! এদিকে নিয়ম অনুযায়ী মৃত ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 8:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাজার করে ফেরার সময় বাস পিষে দিল ব্যবসায়ীকে! বাড়িতে দু'বছরের মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী