পরিবারের সদস্যরা ও গ্রামের মানুষজন তাকে নিয়ে সামালি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনি।এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: এক কেজি আমের দাম আড়াই লাখ! জাপানের আম ফলছে বসিরহাটের গাছে! বড় চমক!
advertisement
পরিবার সুত্রে জানা যায়, বাড়ির সামনে চায়ের দকানে আইজুদ্দিন ক্যারাম খেলছিল। সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটা নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ভয়ের ছুটোছুটি করে লোকজন এর পরেই দোকানের মধ্যেই আইজুদ্দিনকে খুব কাছ থেকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এই ঘটনায় স্থানীয় তিনজনের নাম পুলিশের কাছে জানিয়েছেন মৃতের পরিবার।পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।
advertisement
অর্পণ মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 11:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bishnupur | Shootout :চায়ের দোকানে চলছিল ক্যারাম খেলা! হঠাৎ গুলি! বিষ্ণুপুরে ভয়াবহ শুটআউট