জয়নগর ১ নম্বর ব্লকের খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের মনসাতলা থেকে গোয়ালবেরিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এই রাস্তা তৈরির জন্য ওই এলাকায় বহু বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, নির্বিচারে এত গাছ না কেটে, অল্প কিছু গাছ কেটেও রাস্তা সংস্কার করা যেত। কেন সুযোগ থাকা সত্ত্বেও গাছ বাঁচানোর কথা ভাবা হল না, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
advertisement
প্রশাসন সূত্রে খবর, সুন্দরবন উন্নয়ন দফতরের থেকে পঞ্চায়েতের মাধ্যমে এই রাস্তা তৈরি হচ্ছে। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, রাস্তা তৈরির জন্য কিছু গাছ কাটা হয়েছে। রাস্তা তৈরি হয়ে গেলে আবার রাস্তার ধারে নতুন করে বৃক্ষরোপণ হবে। ব্লক প্রশাসন জানিয়েছে, গাছ কাটার ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়েছে কিনা দিয়ে দেখা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, এইভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়। রাস্তা তৈরি ও চওড়া করতে এইভাবে লাইন দিয়ে সব গাছ কেটে ফেলা ঠিক নয়। রাস্তা চওড়া হোক সেটা আমরাও চাই। কিন্তু রাস্তা চওড়ার নামে লাইন দিয়ে সব গাছ কাটার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়।






