Gangasagar Mela 2026: বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা, মুড়িগঙ্গায় ড্রেজিং চলছে দিনরাত! প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Gangasagar Mela 2026: বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা। এই পরিস্থিতিতে মুড়ি গঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখলে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিৎ হালদার: বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা। এই পরিস্থিতিতে মুড়ি গঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখলে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। গঙ্গাসাগর মেলা ২০২৬ আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রায় শেষের পথে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ।
প্রশাসন তরফ থেকে এই মুহূর্তে বেশ কয়েকটি মাটি কাটার ড্রেজার কাজ করছে। দিন ও রাত মিলিয়ে প্রায় সর্বক্ষণ কাজ করছে। কারণ বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা ২০২৬। এই পরিস্থিতিতে মেলার সময় দিনের বেশিরভাগ সময় মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা চালু রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। তাই এদিন সোমবার গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরেই ঘুরল ভাগ্য, হাজার হাজার বেকারের কাজের সুযোগ! বন্ধ চিনিকল হবে ঝা-চকচকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক
এদিন সেচমন্ত্রী প্রথমে কাকদ্বীপের লট নম্বর আটে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখেন। তার পাশাপাশি ড্রেজিং এর কাজ নিয়ে কথা বলেন দফতরের আধিকারিকদের সঙ্গেও। পরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রওনা দেন সাগরের উদ্দেশ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: এই ব্যবসা ‘লক্ষ্মীর ভান্ডার’, কম বিনিয়োগে প্রতিদিন মোটা লাভ! টেস্ট পেলে মানুষ সকাল-বিকাল ছুটে আসবে
সবমিলিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এই মুহূর্তে চরমে। মেলার আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। তাই দিনরাত মিলিয়ে চলছে কাজ। বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত দফতরের আধিকারিকরাও প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না। তাই মেলার বেশ খানিকটা আগে চলছে সবরকমের প্রস্তুতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 22, 2025 10:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা, মুড়িগঙ্গায় ড্রেজিং চলছে দিনরাত! প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী










