Business News: এই ব্যবসা 'লক্ষ্মীর ভান্ডার', কম বিনিয়োগে প্রতিদিন মোটা লাভ! টেস্ট পেলে মানুষ সকাল-বিকাল ছুটে আসবে
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia Business News: বড়দিন মানেই কেক। তাতেই হু-হু করে বেড়েছে চাহিদা। সঙ্গে পাল্লা দিয়ে ফুলেফেঁপে উঠছে ব্যবস্থা।
রানাঘাট, নদিয়া , মৈনাক দেবনাথ: রানাঘাটে বড়দিনের আগে বেকারি কেকের রমরমা ব্যবসা। আর কয়েকদিন পরেই বড়দিন। বড়দিন মানেই কেক এই চিরাচরিত ভাবনাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নদিয়া জেলার রানাঘাট-সহ পার্শ্ববর্তী এলাকার বেকারি ব্যবসায়ীরা। নামী বড় কোম্পানির কেকের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত মফঃস্বলের বেকারি কেক। সাধ্যের মধ্যে দামে সাধারণ মানুষ থেকে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ঘরে বড়দিনের আনন্দ পৌঁছে দিতেই বেকারিগুলিতে রাতদিন এক করে কেক তৈরির কাজ চলছে।
বেকারি সূত্রে জানা গিয়েছে, ২৫ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত নানা দামের কেক তৈরি করা হচ্ছে। অনেক ক্রেতা নিজের পছন্দমতো কেক অর্ডারও দিচ্ছেন। ক্রেতাদের রুচি ও সামর্থ্যের কথা মাথায় রেখে নানা স্বাদের, নানা উপাদানে তৈরি কেক বাজারে আনা হয়েছে। স্বাদ ও গুণমান বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে বড় কোম্পানির কেকের সঙ্গেও সমানে পাল্লা দেওয়া যায়।
advertisement
আরও পড়ুন: পৌষমেলার রেকর্ড ভিড়ে শিশু হারালেও চিন্তা নেই, রয়েছে প্রশাসনের বিশেষ ব্যবস্থা! জানুন কোথায় যোগাযোগ করবেন
বড়দিনকে কেন্দ্র করে কর্মসংস্থানও বাড়ছে। কেক তৈরি, প্যাকিং ও বাক্সবন্দি করার জন্য নভেম্বর ও ডিসেম্বর, এই দু’মাস অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। প্রতিবছর বহু মানুষ এই সময় কাজ করে কিছুটা হলেও অর্থ উপার্জনের সুযোগ পান। ফলে উৎসবের মরশুমে যেমন বেকারি মালিকদের লাভের আশা বাড়ে। তেমনই কর্মীদের রোজগারের পথও খুলে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বছর কম-বেশি বিক্রি হলেও বড়দিন এলেই কেকের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই এখন দম ফেলার সময় নেই বেকারি কর্মীদের। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হন। আর বড়দিন মানেই কেক, এই ভাবনাতেই রানাঘাট ও আশপাশের এলাকার বেকারি কেক ইতিমধ্যেই ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছে। চলতি বছরও ভাল বিক্রির আশায় বুক বাঁধছেন বেকারি ব্যবসায়ীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Dec 22, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business News: এই ব্যবসা 'লক্ষ্মীর ভান্ডার', কম বিনিয়োগে প্রতিদিন মোটা লাভ! টেস্ট পেলে মানুষ সকাল-বিকাল ছুটে আসবে








