Miyazaki Mango: এক কেজি আমের দাম আড়াই লাখ! জাপানের আম ফলছে বসিরহাটের গাছে! বড় চমক!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Miyazaki Mango: বিশ্বাস না হলেও সত্যি! এক কেজি আমের দাম শুনলে মাথা খারাপ হবে। সেই আম এবার বসিরহাটে!
বসিরহাট: বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি এবার বসিরহাটে। বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম। বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আমের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা প্রতি কেজি। সেই আমের পরীক্ষামূলকভাবে চাষ করে ভাল ফলন পেল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের সাহানুর নার্সারি।পরীক্ষামূলকভাবে এই আম চাষ করে সব ভাল ফলন পাওয়ায় নতুন এই প্রজাতির আমচাষ নিয়ে সাড়া পড়েছে ইতিমধ্যে।
এলাকার অনেকেই এই নার্সারিতে এসে বিদেশি নতুন প্রজাতির আম গাছের চারা সংগ্রহ করছেন। আবার অনেকেই নতুন প্রজাতির এই আমের চারা গাছ নিয়ে কর্মসংস্থানের দিশাও দেখছেন। মিয়াজাকি আমের আঁশ কম। পাশাপাশি আকর্ষণীয় রংয়ের জন্য এই আম উপহার দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
advertisement
advertisement
এই রাজ্যে মিয়াজাকি যে নেই সেটা নয়, অনেক জায়গাতেই এই আমের গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানা যায়, জাপানে একবার এই আমের নিলাম হয়৷ সেখানে একটি মিয়াজাকির দাম ওঠে দু’লক্ষ টাকারও বেশি ৷ তখন থেকেই এই আম বিশ্বের সবচেয়ে দামি হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ তবে বসিরহাটে নার্সারির উদ্যোক্তা সাহানুর ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে আমের ফলন হয় কিনা দেখলেন। তবে তিনি এখনও এই জাতের আম বিক্রি শুরু করেননি। শুধুমাত্র এলাকায় নতুন প্রজাতির আমের চারা গাছের প্রসারের উপর জোর দিয়েছেন। বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আমের ফলনের পাশাপাশি চারা গাছ বিক্রি করে নতুনভাবে স্বনির্ভরতার পথ দেখছে এলাকার মানুষ।
advertisement
JULFIKAR MOLLA
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 11:04 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Miyazaki Mango: এক কেজি আমের দাম আড়াই লাখ! জাপানের আম ফলছে বসিরহাটের গাছে! বড় চমক!