Snake Bite: সাপের কামড়! ১৮ ঘণ্টা ধরে ঝাড়-ফুঁক ওঝার! ঘটল কী মিরাকেল? বিরাট চমক
- Reported by:ARPAN MONDAL
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Snake Bite: ডাক্তারের কাছে না নিয়ে যাওয়া হল ওঝার কাছে! তারপর? জানুন
বারুইপুর: সাপের কামড়ে জখমকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গিয়েছিল পরিবারের লোকজন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল ওই ব্যক্তির। মৃতের নাম নরেশ শিকারী(৩৮)। অভিযোগ ১৮ ঘণ্টা ধরে ঝাড় ফুঁক করা হয় ওঝার কাছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোনারপুর থানার রায়পুর পূর্ব শিকারী পাড়ায় বাড়ি নরেশ শিকারীর। পরিবারের সদস্য নিশিকান্ত গায়েন বলেন, গত শনিবার বিকালে বাগানে কাজ করার সময় নরেশের বাঁ পায়ে সাপ কামড় দেয়। তারপর জখম অবস্থাতেই নরেশের স্ত্রী ও আর এক শালা তাঁকে নিয়ে উত্তরভাগের কাছে এক ওঝার কাছে নিয়ে যায়। এই ব্যাপার আমাদের জানানো হয়নি।
advertisement
advertisement
আমরা জানতে পেরে তড়িঘড়ি রবিবার বেলায় ক্যানিং মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করি। এরপরে গত সোমবার ডায়ালোসিসের জন্য বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছিল নরেশকে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।পরিবারের লোকজন ওঝার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশের পক্ষ থেকে তুলে পরিবারের হাতে।
advertisement
অর্পন মন্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 10:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Snake Bite: সাপের কামড়! ১৮ ঘণ্টা ধরে ঝাড়-ফুঁক ওঝার! ঘটল কী মিরাকেল? বিরাট চমক








