আরও পড়ুন: দেশের বৃহত্তম হিজল বনে বিধ্বংসী অগ্নিকাণ্ড
গ্রামের মানুষ এইভাবে শামুকখোল পাখি হত্যার প্রতিবাদ করলে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মূলত বারুইপুর গ্রামীণ এলাকায় এই পাখি শিকারীদের দাপট দেখা যাচ্ছে। স্থানীয় পঞ্চায়েত অফিসে বিষয়টি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কেউ কোনও পদক্ষেপ করছে না বলে তাঁদের অভিযোগ। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বন আধিকারিক মিলন মণ্ডল জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
advertisement
বারুইপুরের বেগমপুরের ২০০ কলোনির মাঠ এলাকা, আকনা, পিয়ালি, কাটাখাল বাইপাসের আশপাশে পাখি শিকারীদের দাপট সবচেয়ে বেশি। গ্রামবাসীদের দাবি, এটা কোনও অল্পবয়সীদের শখের বিষয় নয়, জেলার সদর শহরের কাছে শুরু হয়েছে চোরাশিকারীদের উৎপাত। এই প্রসঙ্গে স্থানীয় বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান অমর মণ্ডল সাফাইয়ের সুরে জানান, বিষয়টি তাঁর জানা নেই, গ্রামবাসীরা তাঁকে কিছু জানাননি। খোঁজ নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন
সুমন সাহা