আরও পড়ুন: রানি ভিক্টোরিয়ার পুত্রের নামাঙ্কিত হেরিটেজ রক্ষায় কড়া হাইকোর্ট, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ
বারুইপুর ফুলতলা মোড় থেকে কয়েক কিলোমিটার গেলেই নজরে আসবে কিসান মান্ডি। ২০১৭ সালের জানুয়ারি মাসে এর উদ্বোধন হয়েছিল। সেই কিসান মান্ডির এখন অতি বেহাল অবস্থা। গেটে কিষাণ মান্ডির ফলক ভেঙে ঝুলছে। ভিতরে একের পর এক দোকান বন্ধ অবস্থায় পড়ে। পানীয় জলের ট্যাঙ্ক অকেজো হয়ে রয়েছে। একটি অ্যাম্বুলেন্স ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কৃষি আধিকারিকের প্রশাসনিক ভবন চালু থাকলেও কর্মীরা হাজিরা দেন নিজেদের মর্জিমাফিক, এমনই জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
এই কিসান মান্ডির এমন বেহাল অবস্থা প্রসঙ্গে এলাকাবাসীদের বক্তব্য, শুধু ভোটের সময় এলে গমগম করে কিসান মান্ডি। অন্য সময় ধু ধু অবস্থা। ভিতরের অংশ ঝোপঝাড়, আগাছায় ভরে গিয়েছে। ধান কেনাবেচা সংক্রান্ত কাজই হয় না। অথচ এই কিসান মান্ডিটি ঠিকভাবে চালু হলে এলাকার কয়েক হাজার চাষি উপকৃত হতেন বলে দাবি এলাকাবাসীর।
সুমন সাহা






