Bankura News: রানি ভিক্টোরিয়ার পুত্রের নামাঙ্কিত হেরিটেজ রক্ষায় কড়া হাইকোর্ট, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ

Last Updated:

বাঁকুড়া শহরের হেরিটেজ ভবন এডওয়ার্ড মেমোরিয়াল হল রক্ষা করতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাঁকুড়া: শহরের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাঁকুড়ার হেরিটেজ ভবনগুলির অন্যতম এডওয়ার্ড মেমোরিয়াল হল সংলগ্ন সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে খোদ হাইকোর্ট। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এডওয়ার্ড মেমোরিয়াল হল সংলগ্ন যাবতীয় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন।
এই বেআইনি নির্মাণ ভাঙার জন্য বাঁকুড়ার জেলাশাসকের তরফ থেকে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র ছিলেন অ্যালবার্ড এডওয়ার্ড। অ্যালবার্ট এডওয়ার্ডের স্মরণেই বাঁকুড়া শহরে তৈরি করা হয়েছিল এডওয়ার্ড মেমোরিয়াল হল। স্টেট হেরিটেজ কমিটি এই ভবনকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। কিন্তু বেআইনি নির্মাণ তাকে চারদিক থেকে কার্যত গিলে খাচ্ছিল।
advertisement
advertisement
আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল ভবন সংলগ্ন এলাকার সীমানা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জেলাশাসকের তৈরি বিশেষ দল আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের ওই ভবনের সীমানা চিহ্নিত করবে। তারপর শুরু হবে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। নির্দেশ কতটা কার্যকরী হল সেই রিপোর্ট ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার এই বেআইনি নির্মাণ সরানোর বিষয়ে জেলা প্রশাসন কী পদক্ষেপ করে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: রানি ভিক্টোরিয়ার পুত্রের নামাঙ্কিত হেরিটেজ রক্ষায় কড়া হাইকোর্ট, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement