TRENDING:

South 24 Parganas News: জলদূষণ ঠেকাতে আসরে সিনি

Last Updated:

সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সিনির পক্ষ থেকে স্থানীয় নদী থেকে বেশ কিছু প্লাস্টিক বর্জ্য অপসারণ করাও হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: লাগাতার জলদূষণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও সমুদ্রের বাস্তুতন্ত্র। এর ফলে ক্রমশই বিলুপ্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী। এই জলদূষণ ঠেকাতেই আসরের নামল সিনি। এই নিয়ে কুলপিতে মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার কর্মসূচি শুরু করেছে এই বেসরকারি সংস্থাটি।
advertisement

জলদূষণ রোধে সিনির এই উদ্যোগের অঙ্গ হিসেবে পথনাটক ও অন‍্যান‍্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানগুলি দেখতে কুলপির হাঁড়াঘাটে শতাধিক স্থানীয় বাসিন্দা ভিড় করেন। পথনাটক শেষে ম‍্যাজিক শো-র আয়োজনও ছিল। এই কর্মসূচিতে স্থানীয় আশা ও স্বাস্থ্য কর্মীরাও অংশগ্রহণ করেছিলেন। নদী ও সমুদ্র বাঁচাতে গ্রামের মধ‍্যে র‍্যালিও করেন তাঁরা। জলদূষণের প্রধান কারণ হিসেবে প্লাস্টিক বর্জ্যকে তুলে ধরেছেন আয়োজকরা। নদী ও সমুদ্রে এই প্লাস্টিক বর্জ্য ফেলার ক্ষতিকারক দিক তুলে ধরে এলাকার মানুষকে সচেতন করা হয়।

advertisement

আরও পড়ুন: সম্প্রীতি উৎসবের মূল আকর্ষণ রণপা

সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সিনির পক্ষ থেকে স্থানীয় নদী থেকে বেশ কিছু প্লাস্টিক বর্জ্য অপসারণ করাও হয়। এই গোটা বিষয়টি তুলে ধরে সিনির সদস্য ঋতুপর্ণা মণ্ডল বলেন, নদী ও সমুদ্রের দূষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। এই দূষণ এখন‌ই প্রতিরোধ করতে না পারলে আগামীতে বড় বিপদ ঘটবে।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জলদূষণ ঠেকাতে আসরে সিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল