জলদূষণ রোধে সিনির এই উদ্যোগের অঙ্গ হিসেবে পথনাটক ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানগুলি দেখতে কুলপির হাঁড়াঘাটে শতাধিক স্থানীয় বাসিন্দা ভিড় করেন। পথনাটক শেষে ম্যাজিক শো-র আয়োজনও ছিল। এই কর্মসূচিতে স্থানীয় আশা ও স্বাস্থ্য কর্মীরাও অংশগ্রহণ করেছিলেন। নদী ও সমুদ্র বাঁচাতে গ্রামের মধ্যে র্যালিও করেন তাঁরা। জলদূষণের প্রধান কারণ হিসেবে প্লাস্টিক বর্জ্যকে তুলে ধরেছেন আয়োজকরা। নদী ও সমুদ্রে এই প্লাস্টিক বর্জ্য ফেলার ক্ষতিকারক দিক তুলে ধরে এলাকার মানুষকে সচেতন করা হয়।
advertisement
আরও পড়ুন: সম্প্রীতি উৎসবের মূল আকর্ষণ রণপা
সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সিনির পক্ষ থেকে স্থানীয় নদী থেকে বেশ কিছু প্লাস্টিক বর্জ্য অপসারণ করাও হয়। এই গোটা বিষয়টি তুলে ধরে সিনির সদস্য ঋতুপর্ণা মণ্ডল বলেন, নদী ও সমুদ্রের দূষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। এই দূষণ এখনই প্রতিরোধ করতে না পারলে আগামীতে বড় বিপদ ঘটবে।
নবাব মল্লিক