South 24 Parganas News: সম্প্রীতি উৎসবের মূল আকর্ষণ রণপা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হিন্দু ধর্মের পুরোহিত, খ্রিস্টান ধর্মের ফাদার ও ইসলাম ধর্মের মৌলবি একত্রিত হয়ে এই উৎসবের সূচনা করেন।
দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুরের সম্প্রীতি উৎসবে রণপা দেখা গেল। দুটি খুব উঁচু লাঠির সাহায্যে দ্রুত হাঁটার শিল্পই হল রণপা। ওই উঁচু লাঠি দুটিকে মূলত বলা হয় রণপা। এই রণপার সঙ্গে আদিবাসী নৃত্য, ঢোল-মাদল সহযোগে র্যালি বের হয়। যা দেখে খুশি এলাকাবাসী।
ইদের পর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এই সম্প্রীতি উৎসব আয়োজিত হয়েছে। ৯ দিন ধরে চলবে এই উৎসব। এবারই প্রথম এলাকায় এমন আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। এই উৎসবের সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, হিন্দু ধর্মের পুরোহিত, খ্রিস্টান ধর্মের ফাদার ও ইসলাম ধর্মের মৌলবি একত্রিত হয়ে এই উৎসবের সূচনা করেন।
advertisement
advertisement
এই সম্প্রীতি উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ আসছেন। ৯ দিন ধরে চলা এই উৎসবে প্রতিদিনই নতুন নতুন জিনিস সকলের সামনে তুলে করা হচ্ছে। এখানে সিমাই প্রতিযোগিতাও আয়োজন করা হয়। তবে সব থেকে বেশি রণপা দেখেই আনন্দ পেয়েছে এলাকার মানুষ। প্রথমবারেই মানুষের উৎসাহ থেকে আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরও একইরকমভাবে ইদের পর আয়োজিত হবে সম্প্রীতি উৎসব।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2023 1:47 PM IST









