C V Anand Bose | Kaliagunj: কালিয়াগঞ্জ নিয়ে কড়া রাজ্যপাল! মুখ্যসচিব এবং ডিজি-কে জোড়া ফোন, তলব করা হল রিপোর্ট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনের থানায় বিক্ষোভ, আগুন লাগানো সহ গোটা ঘটনায় পুলিশ কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে ব্যাপারেও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।
কলকাতা: কালিয়াচক কাণ্ড নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবার সরাসরি ফোন করলেন রাজ্যের মুখ্যসচিবকে৷ শুধু তাই নয়,রাজ্য পুলিশের ডিজি-কে ফোন করেও কথা বললেন তিনি। গত মঙ্গলবার দিল্লিতেই ছিলেন রাজ্যপাল৷ সেখানে বসেই কালিয়াগঞ্জের ঘটনার খবর পান৷ তারপরেই উদ্বিগ্ন রাজ্যপাল তড়িঘড়ি দিল্লি সফর কাটছাঁট করে রওনা দেন কলকাতার উদ্দেশে৷ কলকাতায় ফিরেই মুখ্য সচিব ও ডিজিকে ফোন করেন তিনি।
নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ৷ মঙ্গলবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷ বিক্ষোভকারীদের একাংশ চড়াও হয় কালিয়াগঞ্জ থানায়৷ লাগিয়ে দেওয়া হয় আগুন৷ চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা থানা৷
আরও পড়ুন: আদিবাসী মহিলাকে দণ্ডি খাটিয়ে ‘ঘর ওয়াপসি’! তপন কাণ্ডে এবার রাজ্য়পালের কাছে দরবার বিজেপির
সূত্রের খবর, এই ঘটনার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন রাজ্যপাল৷ কলকাতায় ফিরে মুখ্যসচিব ও ডিজির সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেন।
advertisement
advertisement
কালিয়াগঞ্জ থানায় যারা আগুন জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়েও রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: এবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিল CBI! নিয়োগ দুর্নীতির তদন্তে আবার কোন নতুন মোড়?
এর পাশাপাশি, কালিয়াগঞ্জের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়ে রাজ্যপাল চেয়ে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। ঠিক কী কারণে নাবালিকার মৃত্যু, এই ঘটনার তদন্তের কী গতিপ্রকৃতি, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন- সেই সব বিষয়েই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তিনি।
advertisement
২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছেন। এদিনের থানায় বিক্ষোভ, আগুন লাগানো সহ গোটা ঘটনায় পুলিশ কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে ব্যাপারেও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2023 12:28 PM IST










