Primary TET Scam | CBI: বড় খবর! এবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকেই চিঠি পাঠাল CBI! নিয়োগ দুর্নীতির তদন্তে ফের কোন নতুন মোড়?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
২০১৪-এর টেটের ভিত্তিতে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যজুড়ে। এবার পর্ষদের কাছ থেকে সেই নিয়োগ হওয়া সকল প্রার্থীদের তালিকা চেয়ে পাঠাল সিবিআই।
কলকাতা: এবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠাল সিবিআই। ২০১৪-এর টেটের ভিত্তিতে ২০১৬-২০১৭, ২০১৮ সালে রাজ্যজুড়ে যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সেই সব তালিকা চেয়ে পাঠাল সিবিআই। সিবিআইয়ের পাঠানো চিঠিতে জেলাভিত্তিক তালিকাও চেয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নিয়োগ হওয়া প্রার্থীদের নাম, রোল নম্বর, তাঁদের যোগাযোগের নম্বরও দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বিভিন্ন জেলার তরফে কবে, কোন দিন, কত দিনের মধ্যে এই নথি সহ সিবিআইয়ের দফতরে আসতে হবে, তার তালিকাও চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরও পড়ুন:ধর্মতলায় এবার ধর্মঠাকুরের পুজো! ভোটের আগে ফের হিন্দুত্ব অস্ত্রে শান? রাজনৈতিক মহলে জোর জল্পনা
সূত্রের খবর, সিবিআইয়ের চিঠি পাওয়ার পরপরই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানকে। সিবিআইয়ের চিঠির প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
advertisement
advertisement
২০১৪-এর টেটের ভিত্তিতে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল রাজ্যজুড়ে। এবার পর্ষদের কাছ থেকে সেই দফায় নিয়োগ হওয়া সকল প্রার্থীর তালিকা চেয়ে পাঠাল সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 26, 2023 10:40 AM IST










