BJP | Esplanade: ধর্মতলায় এবার ধর্মঠাকুরের পুজো! ভোটের আগে ফের হিন্দুত্ব অস্ত্রে শান? রাজনৈতিক মহলে জোর জল্পনা

Last Updated:

ধর্মতলা শান্তি মিছিল দেখেছে, বাস ভাড়া বৃদ্ধি প্রতিবাদে মিছিল দেখেছে, দেখেছে আরও কত প্রতিবাদী মিছিল। কত মিছিলের ইতিহাস রয়েছে এই ধর্মতলা চত্বর জুড়ে। এবার সেই প্রাণকেন্দ্রেই হতে চলেছে এই অনুষ্ঠান৷ যা নিয়ে গেরুয়া শিবিরে তৎপরতাও তুঙ্গে৷

কলকাতা: ধর্মতলা৷ রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র৷ সেই ধর্মতলাতেই এবার হতে চলেছে ধর্মঠাকুরের পুজো। পুজো অনুষ্ঠিত হবে মোট পাঁচদিন ধরে৷ আগামী ৫ থেকে ৯ মে। আর এই ধর্মঠাকুরের পুজোর যাবতীয় আয়োজন করছে বঙ্গকুম্ভ মেলা পরিষদ। কিন্তু, অন্যদিকে গুঞ্জন, এই পুজো আসলে বকলমে বিশ্বহিন্দু পরিষদ এবং বিজেপি-রই পুজো। আর এর পরেই উঠছে প্রশ্ন৷ তবে কী, এই পুজো ভোটের আগে ধর্মীয় মেরুকরণে শান দেওয়ার চেষ্টা? যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির।
জানা গিয়েছে, এই পুজোয় অংশ নেবেন সাধুরা। প্রথমে বাগবাজার ঘাটে হবে স্নান৷ তারপর, সেখান থেকে মিছিল করে আসা হবে ধর্মতলায়। এরপরে ধর্মতলাতেই অনুষ্ঠিত হবে ধর্মঠাকুরের পুজো৷ আগামী ৫ থেকে ৯ মে, ৫ দিন ধরে ধর্মতলায় চলবে এই পুজোপাঠের অনুষ্ঠান৷ হবে হোম-যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠানও।
আরও পড়ুন: পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে ধুন্ধুমার কাণ্ড! অভিষেকের সভার পরেই বিশৃঙ্খলা, কী দাওয়াই দিলেন অভিষেক?
সূত্রের খবর, এই পুজো অনুষ্ঠান আয়োজন করছেন বঙ্গকুম্ভ মেলা পরিষদের সদস্যেরা। তবে আনুষ্ঠানিকভাবে এর আয়োজক বঙ্গকুম্ভ মেলা পরিষদ হলেও, এর পিছনে নাকি রয়েছে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। এর আগে যেমন গঙ্গা আরতি এবং গঙ্গা-তর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তেমনই এবার ধর্মতলায় ধর্মপুজোর আয়োজন হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: দলীয় কর্মীদের কড়া বার্তা, ‘দলের নির্দেশ না মানলে ঘরে বসে যান’, হঠাৎ এই কথা কেন বললেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়!
ধর্মতলা শান্তি মিছিল দেখেছে, বাস ভাড়া বৃদ্ধি প্রতিবাদে মিছিল দেখেছে, দেখেছে আরও কত প্রতিবাদী মিছিল। কত মিছিলের ইতিহাস রয়েছে এই ধর্মতলা চত্বর জুড়ে। এবার সেই প্রাণকেন্দ্রেই হতে চলেছে এই অনুষ্ঠান৷ যা নিয়ে গেরুয়া শিবিরে তৎপরতাও তুঙ্গে৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP | Esplanade: ধর্মতলায় এবার ধর্মঠাকুরের পুজো! ভোটের আগে ফের হিন্দুত্ব অস্ত্রে শান? রাজনৈতিক মহলে জোর জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement