Balurghat | BJP: আদিবাসী মহিলাকে দণ্ডি খাটিয়ে ‘ঘর ওয়াপসি’! তপন কাণ্ডে এবার রাজ্যপালের কাছে দরবার বিজেপির

Last Updated:

বালুরঘাটের ঘটনা নিয়ে জাতীয় এসটি কমিশনে অভিযোগও জানান রাজ্য বিজেপির সভাপতি, তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার৷ সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজির কাছে জবাবও তলব করে কমিশন৷

কলকাতা: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তপনে দণ্ডি-কাণ্ডের ঘটনা নিয়ে আজ, বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল৷ সেখানে রাজ্যপালের কাছে এ বিষয়ে স্মারকলিপিও জমা দেওয়ার কথা তাঁদের। দণ্ডি-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকার এবং শাসকদলের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে চাইছে গেরুয়া শিবির। তাই আজ বিজেপি বিধায়কদের এই দল রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
এবিষয়ে এদিনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য মনোজ টিগ্গা বলেন, ‘‘প্রতি পদে পদে শাসকদল এবং সরকার আদিবাসীদের অপমান করছে। তপনের দণ্ডি-কাণ্ডের ঘটনায় রাজ্য পুলিশ বা প্রশাসন এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দোষীদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ চাইব।’’
আরও পড়ুন: এবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিল CBI! নিয়োগ দুর্নীতির তদন্তে আবার কোন নতুন মোড়?
উত্তরবঙ্গের তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার নেতৃত্বে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন শনকইর গ্রামের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মারডি, ঠাকরান সোরেন এবং মালতী মূর্মূ। সেই কথা চাউর হতেই ওই চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার তৎকালীন জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের।
advertisement
advertisement
অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
advertisement
আরও পড়ুন:ধর্মতলায় এবার ধর্মঠাকুরের পুজো! ভোটের আগে ফের হিন্দুত্ব অস্ত্রে শান? রাজনৈতিক মহলে জোর জল্পনা
প্রকাশ্যে ঘটনার নিন্দা করেন সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা৷ অস্বস্তিতে পড়ে তৃণমূলও৷ তারাও জানায়, এমন ঘটনা কখনওই সমর্থন যোগ্য নয়। পরে তৃণমূল জেলা মহিলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে। নয়া সভাপতির দায়িত্বে নিয়ে আসা হয় উপজাতি মুখ স্নেহলতা হেমব্রমকে।
advertisement
ঘটনা নিয়ে জাতীয় এসটি কমিশনে অভিযোগও জানান রাজ্য বিজেপির সভাপতি, তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার৷ সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজির কাছে জবাবও তলব করে কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Balurghat | BJP: আদিবাসী মহিলাকে দণ্ডি খাটিয়ে ‘ঘর ওয়াপসি’! তপন কাণ্ডে এবার রাজ্যপালের কাছে দরবার বিজেপির
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement