লরির মধ্যে থেকে ৩২০ বস্তা রেশনের চাল উদ্ধার করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। প্রত্যেকটি বস্তাই ৫০ কেজির বস্তা ছিল বলে খবর। এই ঘটনার পর লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন লক্ষণ দাস ও বিজয় মনুয়া। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
advertisement
বেশ কয়েক সপ্তাহ ধরে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা বিভাগের কাছে এই চাল পাচারের খবর আসছিল। সেই খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার সকালে কাকদ্বীপের ইয়ং স্টাফ মোড়ের কাছে অভিযান চালায় পুলিশ। এরপর পাচার হওয়া চাল সহ লরির খালাসি এবং ড্রাইভারকে একেবারে হাতেনাতে ধরে ফেলে ফলে পুলিশ। এরপর লরিটিকে আটক করে কাকদ্বীপ থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার সঙ্গে রেশন দোকানদার জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
রেশনের চাল বোঝাই লরিটিকে হাতেনাতে ধরার পর লরিটিকে কাকদ্বীপ থানায় নিয়ে আসা হয়। লরির চালক এবং খালাসির বিরুদ্ধে ৩৭৯, ৪১১, অত্যাবশ্যকীয় পরিষেবা আইন, সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদেরকে বর্তমানে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক






