পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসন্তী রাজ্য সড়ক সংলগ্ন একটি জলাশয়ের মধ্যেই ঐ যুবকের দেহ এদিন সকালে ভেসে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তাঁরাই খবর দেন বাসন্তী থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকে এনে মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল জেটি, কাদা পেরিয়েই যেতে হয় স্কুল পড়ুয়াদের!
মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। তবে এ ব্যাপারে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি জানিয়েছেন। একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বাসন্তী থানার পুলিশ। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি। উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং দোষী ব্যক্তি চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশকে।
Suman Saha