স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাত দুটো নাগাদ হঠাৎই গুলি শব্দ আসে৷ তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ। ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখে, জাহির লস্করের ডান দিকের বুকের পাঁজরে গুলি লেগেছে। ঘুমন্ত জাহিরকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় তাকে নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন- CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আরও পড়ুন- AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
পরিবারের অভিযোগ প্রতিবেশী আলাউদ্দিন লস্করের সঙ্গে তাঁর বিবাদ ছিল। আলাউদ্দিন লস্করের স্ত্রীর সঙ্গে জাহির লস্করের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই কারণে সে খুনের হুমকি দিয়েছিল। যদিও পরিবারের লোকজন বসে দুই পক্ষের মধ্যে মিটমাট করে দেয়। গত তিন দিন আগে জাহির কেরল থেকে বাড়িতে ফিরেছিল। জাহির লস্কর ও আলাউদ্দিন লস্কর দুজনেই কেরলে শ্রমিকের কাজ করে। জাহিরের পরিবারের লোকের অভিযোগ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আলাউদ্দিন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
অর্পন মণ্ডল