এ বছর মরশুমের শুরুতে ট্রলার এফবি সত্যনারায়ণ দূর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তবে সেবার বরাত জরে রক্ষা পায় মৎসজীবীরা। কিন্তু এবার গভীর সমুদ্রে তলিয়ে যায় ট্রলারটি। ট্রলারটি দূর্ঘটনাগ্রস্থ হলে ট্রলার থেকে বিপদসংকেত পাঠানো হয় আশেপাশের ট্রলারগুলিতে। এরপরই আশেপাশে থাকা বেশ কয়েকটি ট্রলার এফবি সত্যনারায়ণের মৎসজীবীদের উদ্ধার করতে ছুটে যায়। তবে আবহাওয়া খারাপ থাকায় সেই কাজও ব্যাহত হয়।
advertisement
আরও পড়ুনঃ নাম বদলেই চালু হল চাঁদখালি হল্ট স্টেশন! নতুন নাম মাতলা হল্ট
এরপর কোস্ট গার্ড ও এডিএফ মেরিন এর সঙ্গে যোগাযোগ করে মৎসজীবী ইউনিয়ন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মৎসজীবীর খোঁজে সমুদ্রে অনুসন্ধান শুরু করেছে উপকূলরক্ষীবাহিনী। এই ট্রলারডুবির ঘটনা সম্পর্কে মৎসজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা পেয়েই উপকূলের দিকে ফেরার চেষ্টা করছিল ট্রলারটি।
আরও পড়ুনঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের! অস্ত্র-সহ গ্রেফতার এক
তবে কেঁদো দ্বীপের কাছে ডুবো চড়া থাকায় এই দূর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ১৮ জন মৎসজীবী নিখোঁজ আছে। কোস্ট গার্ড ও এডিএফ মেরিনকে খবর দেওয়া হয়েছে। সমুদ্রে অনুসন্ধান জারি আছে। এখন দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।
Nawab Mallick






