আয়োজকদের দাবি, দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম এমন ছবির প্রদর্শনী হল। এই চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী। হাজির ছিলেন যাদবপুরের সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও ছিলেন মহকুমাশাসক সুমন পোদ্দার, বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুরের বিডিও সৌরভ ধল্ল ও বিশিষ্ট চিত্রগ্রাহক প্রশান্ত অরোরা। শৈশব, উৎসব, প্রকৃতি, সুন্দরবন ও নারীশক্তি এই পাঁচটি বিষয়ের উপর ছবি প্রদর্শিত হয়। এছাড়া বিভিন্ন সেরা বাঙালির সই করা ছবিও জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে। তিনদিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
advertisement
আরও পড়ুন: ফের মহামারীর আশঙ্কা! ভয়ঙ্কর লাম্পি ভাইরাসে আক্রান্ত হচ্ছে গবাদি পশু
এই চিত্র প্রদর্শনীতে এসে পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণত আমাদের জেলাতে দেখা যায় না। এগুলো কলকাতার বিভিন্ন গ্যালারিতে আয়োজিত হতে দেখি আমরা। কিন্তু আজকাল গ্রামেরও বহু ছেলে-মেয়ে দারুন দারুন ছবি তোলে। এই ধরনের চিত্র প্রদর্শনী তাদের সামনে আসার জায়গা করে দিতে পারে। দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষ যে দারুন ছবি তুলতে পারে সেটা এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে জানা গেল। এই ধরনের আয়োজন জেলার অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়লে আরও ভালো ভালো ফটোগ্রাফারকে আমরা উঠে আসতে দেখব।
সুমন সাহা