Hooghly News: ফের মহামারীর আশঙ্কা! ভয়ঙ্কর লাম্পি ভাইরাসে আক্রান্ত হচ্ছে গবাদি পশু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার গবাদি পশুদের মহামারীর আশঙ্কা! ভয়ঙ্কর লাম্পি ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে
হুগলি: ভয়ঙ্কর লাম্পি স্কিন রোগের হাত থেকে গবাদি পশুদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতর। গরু ছাগল পালকদের পাশাপাশি পশু মিত্রদের এই রোগের বিষয়ে সচেতন করতে ব্লক এ ব্লকের শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। উল্লেখ্য, ভাইরাসজনিত ব্যাধি লাম্পিন স্কিন ডিজিজ এই বছর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদি পশুদের মধ্যে।
হুগলির ব্লকে ব্লকেও শুরু হয়েছে প্রাণীসম্পদ বিকাশ দফতরের এই প্রশিক্ষণ শিবির। শুধু বাংলা নয়, সারা বিশ্বেরই বিভিন্ন দেশে ভাইরাস বাহিত চর্মরোগে আক্রান্ত হচ্ছে গরু, মোষ। খামারে খামারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এক্ষেত্রেও আফ্রিকার অবদান সবচেয়ে বেশি। ওই মহাদেশে এর আগেও বহুবার গবাদি পশুরা ই লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার জেরে পশুদের মধ্যে মহামারী পর্যন্ত দেখা দেয়। তবে এবার শুধু আফ্রিকা নয়, ভারতেরও বিভিন্ন রাজ্যে এই ভাইরাস বাহিত রোগের প্রমাণ মিলেছে গরু, মোষের চামড়ায়। রাজ্যের হাওড়া জেলার ডোমজুড়ের জয়চণ্ডিতলা এলাকায় অসুস্থ গরু, মোষের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ওই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হুগলির বিভিন্ন এলাকার পশুপালকদের ডেকে ব্লকে ব্লকে এই রোগের হাত থেকে গবাদি পশুদের কীভাবে রক্ষা করা যাবে তা জানাতে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গোঘাট-২ ব্লক প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ৪৮ জন গবাদি পশুপালককে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে পশু চিকিৎসকরা জানিয়েছেন, ভারতবর্ষে এই প্রথম এই ধরনের ভাইরাসে আক্রান্ত হচ্ছে গরু, মোষ। এর ফলে খামারের ব্যবসার ক্ষতি হয়ে যেতে পারে। দ্রুত পদক্ষেপ না করলে এই চর্ম রোগের ভাইরাস থেকে মহামারী দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
গোঘাটের শিবিরে প্রশিক্ষণ নেওয়া এক পশুপালক জানান, লাম্পি স্কিন রোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে এর ভ্যাকসিন দিতে হবে সেই সবকিছু শেখানো হয়েছে।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 5:51 PM IST