TRENDING:

Durga Pujo 2023: গ্রামবাসীকে বাঁচাতে বন্দুক ধরে ছিলেন স্বয়ং দেবী, ১৫০ বছরের দমদমার সরদার পরিবারের পুজো

Last Updated:

বারুইপুর দমদমার সরদার পরিবারের ১৫০বছরের পুজো । কথিত আছে এখানেই মর্ত্যে নেমে বন্দুক ধরেছিলেন মা দুর্গা, এখনও সেই বিশ্বাসে গুলি চলে পুজোয়।। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: বারুইপুর দমদমার সরদার পরিবারের ১৫০বছরের পুজো। কথিত আছে এখানেই মর্ত্যে নেমে বন্দুক ধরেছিলেন মা দুর্গা, এখনও সেই বিশ্বাসে গুলি চলে পুজোয়। বারুইপুরের পূর্বের দমদমা গ্রামে একবার বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। কথিত আছে, গ্রামের মানুষদের রক্ষা করতে স্বয়ং দেবী দুর্গা বন্দুক হাতে চলে এসেছিলেন দমদমায় সর্দার পরিবারকে বাঁচাতে। মা নিজেই গুলি চালিয়ে সরদার পরিবারের বাঁচিয়েছিলেন । শত্রুপক্ষকে হটিয়ে রক্ষা করেছিলেন গ্রামকে।
advertisement

তখন ছিলো মায়ের মাটির মন্দির। তারপর দুর্গার এই মহিমা স্মরণীয় করে রাখতে তারপর দমদমার সরদার পরিবার একটি নতুন পাকা মন্দির তৈরি করে। দুর্গামূর্তি স্থাপনও হয়। তখন থেকে ঘটা করে পুজো করে করেন সরদাররা। পুজোর সময় দেবীর মহিমা প্রচারের জন্য বিসর্জনের আগে দু’বার বন্দুক থেকে আকাশে গুলি ছোঁড়ার রেওয়াজ আজও আছে। আগে বয়স্করা করতেন। বর্তমান নব প্রজন্ম সেই রীতি এখনও চলে আসছে। তাই মুজোর আগে চলছে বন্দুক পরিষ্কার করার কাজ।

advertisement

আরও পড়ুন: পুজোর আগে মহেশতলায় কাপড়ের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন

বাংলা ১৩০৭ সাল থেকে এই পুজো হয়। পরিবারের সদস্যদের চাঁদা তুলেই এই পুজো করেন। পুজো শুরু করেছিলেন মনোহর সরদার ও রঞ্জন সরদার। এক প্রবীণ সদস্য বলেন, ‘গ্রামের মানুষজন পুজোর কয়েকদিন আনন্দে মেতে ওঠেন। মন্দির সংস্কার করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে । প্রতিমা তৈরির কাজ জোর কাদমে চলছে। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর প্রতিমা নির্মাণ শুরু হয় মন্দিরে।’ এই পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন দেশে- বিদেশে। তবে সবাই বাড়ি আসেন পুজোর সময়।

advertisement

View More

ষষ্ঠী থেকে নিরামিশ খান পরিবারের সদস্যরা। শেষে নবমীর দিন মাকে ভোগ দিয়ে তবেই হয় আমিষ আহার। পরিবারের এক সদস্য বলেন, ‘মাকে রুপোর গয়না পরানো হয়। বংশপরম্পরায় প্রতিমা তৈরি করছে এক কুমোর পরিবার।’ পরিবারের এক সদস্য দীবাকর সরদার বলেন, “বংশপরম্পরায় এই পুজো করে আসছি আমরা। আমাদের দুর্গা খুব জাগ্রত নিষ্ঠা ভাবে মানত করলে এখানে সঙ্গে সঙ্গে তার ফল স্বরূপ পাওয়া যায়।” পরিবারের দেড়শো সদস্য সবাই ঝাঁপিয়ে পড়ি পুজোর আয়োজনে। অষ্টমীর দিন অঞ্জলির পর এক কুইন্টাল উপরে বাতাসা হরির লুট দেওয়া হয়। মানত পূরণের জন্য মহিলারা দণ্ডি কাটেন এই মন্দিরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Pujo 2023: গ্রামবাসীকে বাঁচাতে বন্দুক ধরে ছিলেন স্বয়ং দেবী, ১৫০ বছরের দমদমার সরদার পরিবারের পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল