South 24 Parganas News: পুজোর আগে মহেশতলায় কাপড়ের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন

Last Updated:

মহেশতলায় কাপড়ের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন। এই ঘটনায় পুড়ে ছাই মজুত করা কাপড়। পুজোর আগে এমন ঘটনা ঘটায় মাথায় হাত ব্যবসায়ীদের।

+
জ্বলছে

জ্বলছে বাড়ির তিনতলা,

মহেশতলা: মহেশতলায় কাপড়ের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে মজুত করা কাপড়। পুজোর আগে এমন ঘটনা ঘটায় মাথায় হাত ব্যবসায়ীদের।তবে ঠিক কিভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে। প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়েই বজবজ ও রবীন্দ্রনগর দুটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশও। দমকলের দু’টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। যদিও ভিতরে প্রচন্ড উত্তাপ থাকায় ঘরটিকে ঠান্ডা করার কাজ চালানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখা হচ্ছে ঠিক কিভাবে এই আগুন লেগেছে। কাপড় রাখার জন্য কাগজের বাক্সে প্রথম আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।আগুন লাগার সমস্ত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল নাকি তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
ভোররাতে আগুন লাগার পর প্রথম স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের মধ্যে থেকে কাপড় ও কাগজের বাক্স বাইরে ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষে খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুজোর আগে এমন ঘটনা ঘটায় মন খারাপ স্থানীয় ব্যবসায়ীদের‌।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুজোর আগে মহেশতলায় কাপড়ের গোডাউনে লাগল বিধ্বংসী আগুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement