আরও পড়ুন Weather Update| Birbhum: টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
পাশাপাশি এই ঘটনা এক প্রত্যক্ষদর্শী প্রদীপ দাস তিনি ক্যানিং ব্যবসায়ী সমিতি সভাপতি। সবাই সবার মত দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছে। গভীর রাতে হঠাৎ আমাদের যিনি নাইট গার্ড আছে তিনি ফোন করে বলে বাজারে আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা ক্যানিং থানায় খবর পাঠাই৷ দমকলেও ফোন করা হয়৷ দমকলে গাড়িও চলে আসে। কিন্তু তার মধ্যে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
advertisement
আরও পড়ুন Hooghly News: বাজ পড়ল একসঙ্গে সাত জনের মাথায়! প্রাণ গেল দুই দিনমজুরের
তিনি আরও জানান, এখানে বহু মানুষ কষ্ট করে ব্যবসা করে৷ তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। এই জায়গায় আগুন লাগছে। এই নিয়ে টানা তিনবার হল কীভাবে আগুন লাগছে তার কারণ বোঝা যাচ্ছে না। আমরা আমাদের তরফ থেকে রাতে নাইট গার্ডের ব্যবস্থা করেছি৷ যাতে এরকম কোনও রকম ঘটনা না ঘটে সেই জন্য আমরা চেষ্টা।
সুমন সাহা