বর্ষার মরশুমে চলতি বছর সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টির দেখা না মেলায় জেলায় প্রথম থেকেই বৃষ্টির চরম ঘাটতি দেখা যায়। এমনকি পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল যে চাষাবাদের সঙ্গে যুক্ত চাষী ভাইরা চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়, তবে চাষের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।(Madhab Das)
এরই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যখন বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে সেই সময় মুষলধারে বৃষ্টি দেখা যাচ্ছে দিন কয়েক ধরেই। বর্ষার মরশুমে বৃষ্টি না হলেও সেপ্টেম্বর মাসের শেষ থেকে দুর্গাপুজো পর্যন্ত নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টির সম্মুখীন হয় বাংলা। এরপর আবার গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিকাল হলেই এই বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সেই রকমই বৃষ্টি চলছে বীরভূমেও।
অন্যদিকে গত দুদিন ধরে টানা বৃষ্টির ফলে জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার শেষ আপডেট পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম।