#হুগলি: বুধবার সন্ধ্যের বৃষ্টি কেড়ে নিল তরতাজা দুই প্রাণ। বজ্রাঘাতে মৃত দুইজন, আহত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে হুগলির ও বাঁকুড়ার বর্ডার লাইন বরাবর গোঘাটের আকাই গ্রামে। মৃত এবং আহত সকলেই দিনমজুরির কাজ করতেন। মৃত দুই ব্যক্তির নাম গৌতম মাঝি ও সন্দীপ দুলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লাউগ্রাম গ্রামে। পরিবার লোকজন খবর পেয়েই আরামবাগ মহকুমা হাসপাতালে চলে আসেন।
আরও পড়ুন Weather Update| Birbhum: টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে বাঁকুড়ার লাউগ্রাম থেকে কুড়িজন এসেছিলেন হুগলির গোঘাটের আঁকাই গ্রামে। দিনমজুরি হিসেবে রাজমিস্ত্রির কাজের জন্য তারা নিযুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দা নিশিকান্ত মান্নার বাড়ির নির্মাণ কাজ চলছিল। বুধবার সন্ধ্যায় যখন বৃষ্টি শুরু হয় সেই সময় সমস্ত নির্মাণ কর্মীরা তাদের কাজ শেষ করে বিকালে খাওয়া দাওয়া করতে বসেছেন। তাদের মধ্যে সবথেকে কনিষ্ঠ ছিল মৃত সন্দীপ দুলে। মাত্র ১৮ বছর বয়স তার। সবার আগে খাওয়া-দাওয়া শেষ করে সন্দীপ ও গৌতম মালিকের কাছে যায় তাদের দিনমজুরের টাকা আনতে।
অদূরে একটি পুকুর পাড়ে বাঁশের মাচায় তখন উপস্থিত ছিলেন আরও পাঁচ ব্যক্তি। বাঁশের মাচায় গন্তব্যস্থল ছিল সন্দীপ ও গৌতমেরও। গন্তব্যস্থলে পৌঁছাতেই ঘটে দুর্ঘটনা। বৃষ্টির সঙ্গে শুরু হয় বাজ পড়া। তখনই একটি বাজ এসে পড়ে বাঁশের মাচায়। বাজের তীব্র তড়িৎ আঘাতে আহত হন সাতজনই। তড়িঘড়ি অন্যান্য নির্মাণ কর্মীরা আহতদের নিয়ে আসে আরামবাগ মহাকুমা হাসপাতালে।
আরও পড়ুন Digha Marine Drive: খারাপ অভিজ্ঞতা পর্যটকদের, বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের একমাত্র মেরিন ড্রাইভ!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lightening, South bengal news