Hooghly News: বাজ পড়ল একসঙ্গে সাত জনের মাথায়! প্রাণ গেল দুই দিনমজুরের

Last Updated:

শোকের ছায়া এলাকাজুড়ে৷

#হুগলি: বুধবার সন্ধ্যের বৃষ্টি কেড়ে নিল তরতাজা দুই প্রাণ। বজ্রাঘাতে মৃত দুইজন, আহত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে হুগলির ও বাঁকুড়ার বর্ডার লাইন বরাবর গোঘাটের আকাই গ্রামে। মৃত এবং আহত সকলেই দিনমজুরির কাজ করতেন। মৃত দুই ব্যক্তির নাম গৌতম মাঝি ও সন্দীপ দুলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লাউগ্রাম গ্রামে। পরিবার লোকজন খবর পেয়েই আরামবাগ মহকুমা হাসপাতালে চলে আসেন।
আরও পড়ুন Weather Update| Birbhum: টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে বাঁকুড়ার লাউগ্রাম থেকে কুড়িজন এসেছিলেন হুগলির গোঘাটের আঁকাই গ্রামে। দিনমজুরি হিসেবে রাজমিস্ত্রির কাজের জন্য তারা নিযুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দা নিশিকান্ত মান্নার বাড়ির নির্মাণ কাজ চলছিল। বুধবার সন্ধ্যায় যখন বৃষ্টি শুরু হয় সেই সময় সমস্ত নির্মাণ কর্মীরা তাদের কাজ শেষ করে বিকালে খাওয়া দাওয়া করতে বসেছেন। তাদের মধ্যে সবথেকে কনিষ্ঠ ছিল মৃত সন্দীপ দুলে। মাত্র ১৮ বছর বয়স তার। সবার আগে খাওয়া-দাওয়া শেষ করে সন্দীপ ও গৌতম মালিকের কাছে যায় তাদের দিনমজুরের টাকা আনতে।
advertisement
অদূরে একটি পুকুর পাড়ে বাঁশের মাচায় তখন উপস্থিত ছিলেন আরও পাঁচ ব্যক্তি। বাঁশের মাচায় গন্তব্যস্থল ছিল সন্দীপ ও গৌতমেরও। গন্তব্যস্থলে পৌঁছাতেই ঘটে দুর্ঘটনা। বৃষ্টির সঙ্গে শুরু হয় বাজ পড়া। তখনই একটি বাজ এসে পড়ে বাঁশের মাচায়। বাজের তীব্র তড়িৎ আঘাতে আহত হন সাতজনই। তড়িঘড়ি অন্যান্য নির্মাণ কর্মীরা আহতদের নিয়ে আসে আরামবাগ মহাকুমা হাসপাতালে।
advertisement
advertisement
 
হাসপাতাল সূত্রে খবর, মোট সাতজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তারা শারীরিক ভাবে এখন সুস্থই আছেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক৷ তাই তাদেরকে আরামবাগ মহাকুমার হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে। বজ্রাঘাতের ঘটনায় গৌতম মাঝি ও সন্দীপ দুলে দুজন প্রাণ হারান।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাজ পড়ল একসঙ্গে সাত জনের মাথায়! প্রাণ গেল দুই দিনমজুরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement