TRENDING:

U19 Women's World Cup: স্টাম্পিং হওয়ার পরেই লাফিয়ে উঠলেন রিচার মা, তারপরেই ঘোষ বাড়িতে ...

Last Updated:

হ্যানাহ বেকারকে মেয়ে যখন স্টাম্পিং টা করে দিল শিশুর মত লাফিয়ে উঠলেন মা। ঘরের মধ্যে থাকা বাকিরাও উচ্ছ্বাস ঢেকে রাখতে পারলেন না। ঘোষ বাড়িতে তখন প্রবল উন্মাদনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি :  হ্যানাহ বেকারকে মেয়ে যখন স্টাম্পিং টা করে দিল শিশুর মত লাফিয়ে উঠলেন মা। ঘরের মধ্যে থাকা বাকিরাও উচ্ছ্বাস ঢেকে রাখতে পারলেন না। ঘোষ বাড়িতে তখন প্রবল উন্মাদনা। বিশ্বকাপ জিতে রেকর্ড তৈরি করেছে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের মেয়েরা। অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম বছরেই জয়লাভ করল ভারত।
advertisement

ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাস্ত করে সেরার শিরোপা তুলেছে রিচা ঘোষরা। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ দেশকে বিশ্বকাপ এনে দিচ্ছেন, এমন ঐতিহাসিক মুহূর্তে বাড়িতে বাড়িতে বসেই খেলা দেখছিলেন রিচার মা সহ পরিবারের লোকেরা। বিশ্বকাপ জিততেই আনন্দে উৎফুল্ল ঘোষ বাড়ির সকল সদস্যরা। ছেলেদের ক্রিকেটে যেমন ঋদ্ধিমান সাহা এই শহরকে গর্বিত করেছেন, মেয়েদের ক্রিকেটে তেমনই রিচা। দুজনেই উইকেটরক্ষক। খুব অল্প বয়সেই রিচার গায়ে উঠেছে জাতীয় দলের জার্সি।

advertisement

আরও পড়ুন -  Kolkata International Book Fair: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি

আরও পড়ুন -  Gossip: বিয়ের দিনেই এত্ত বড় কেলেঙ্কারি ভারতীয় এই তারকার, জীবনের সবচেয়ে বড় ভুল মানছেন

View More

দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন রিচা। মিতালি-ঝুলনরা তিনবার ফাইনালে উঠলেও জয় আসেনি। এবারও তেমনটা হবে না তো! একটা উদ্বেগের চোরাস্রোত যেন তাড়া করছিল রিচার মা স্বপ্না ঘোষকে। বিকেল থেকেই টিভিতে চোখ। ইংল্যান্ড ৬৮ রানে গুড়িয়ে যেতেই দেওয়াল লিখন মোটামুটি পরিষ্কার। অবশেষে এল সেই বিশ্বজয়ের মুহূর্ত। রিচার মা স্বপ্না বলছেন, 'এমন দিনের অপেক্ষাতেই তো ছিলাম। ভারত জিতেছে এটাই তো চাই এটারই অপেক্ষায় ছিলাম। মেয়ে ভালো খেলুক সব সময় নিয়ে এলেই তার পছন্দের রান্না করে খাওয়াবো।” ওদিকে, মাঠের মাঝে দাঁড়িয়ে টিভির পর্দায় রিচা বলে চলেছেন, ‘অনূর্ধ্ব পর্যায়ে এটাই ছিল শেষ সুযোগ। এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে।' মেয়ের বিশ্বজয়ের উল্লাসে বাবা মা সহ পরিবার সকলেই ভীষণ উল্লসিত।

advertisement

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
U19 Women's World Cup: স্টাম্পিং হওয়ার পরেই লাফিয়ে উঠলেন রিচার মা, তারপরেই ঘোষ বাড়িতে ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল