Indian Railways: প্ল্যাটফর্মে উপচে পড়ল ভিড়, রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনে হই হই কাণ্ড
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Indian Railways: রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যা ঘটেছে অবিশ্বাস্য।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এক মহিলা আকস্মিকভাবে সন্তানের জন্ম দেন। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশনজুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা পরিজনদের সঙ্গে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে বসেছিলেন, তখনই হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় পরিজনেরা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা সেখানেই সন্তানের জন্ম দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেল কর্মীরা সঙ্গে সঙ্গে জিআরপি-কে খবর দেন। খবর পেয়ে Government Railway Police (জিআরপি)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে মা ও সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: দু’বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি, ঘরের ছেলে ঘরে ফিরুক
রেল সূত্রে জানা গিয়েছে, মা ও শিশুকে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রসূতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রেখেছেন।
advertisement
advertisement
এই মানবিক ঘটনায় তৎপরতার জন্য রেল কর্মী ও জিআরপি-র প্রশংসা করেছেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, “রেল পুলিশ সময়মতো না এলে বড় বিপদ ঘটতে পারত। ওদের দ্রুত উদ্যোগেই মা ও শিশুর জীবন রক্ষা পেয়েছে।”
আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ আকর্ষণ এখন বাংলায়! বাজারে উপচে পড়ছে ভিড়, দাম ১ কেজি ১০০ টাকা
ঘটনার পর গোটা স্টেশনজুড়ে শুরু হয় আলোচনা। অনেক যাত্রীই বলেন, “এমন দৃশ্য হয়তো জীবনে একবারই দেখা যায়।” শিলিগুড়ি জংশনের প্ল্যাটফর্মে এক নবজীবনের আগমন শুধু অবাকই করেনি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তও রেখে গেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 19, 2025 3:02 PM IST