Kali Puja: শান্তিপুর নয়, এবার শিলিগুড়ি, শহরবাসী দেখল বামা কালীর নাচ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শান্তিপুরের ঐতিহ্য এবার দেখা গেল শিলিগুড়িতেও। শ্যামাপুজোর প্রাক্কালে সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটিক ক্লাবের তরফে এ'বছর গড়ে তোলা হয়েছে শান্তিপুরের আদলে বামা কালী। শহরের পুজোর আবহে এই অনন্য উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শান্তিপুরের ঐতিহ্য এবার দেখা গেল শিলিগুড়িতেও। শ্যামাপুজোর প্রাক্কালে সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটিক ক্লাবের তরফে এ’বছর গড়ে তোলা হয়েছে শান্তিপুরের আদলে বামা কালী। শহরের পুজোর আবহে এই অনন্য উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর।
শনিবার রাতে কুমোরটুলি থেকে মশাল শোভাযাত্রার মধ্য দিয়ে ক্লাবের উদ্যোক্তারা মায়ের প্রতিমা নিয়ে আসেন শিলিগুড়ির মণ্ডপে। শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর আদলে তৈরি ছ’ফুটের প্রতিমা মিছিলের মধ্য দিয়ে শহর পরিক্রমা করে পৌঁছায় তরুণ অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে। প্রায় ২০০ জন উদ্যোক্তা অংশ নেন সেই মশাল মিছিলে।
রাত প্রায় দশটা নাগাদ মিছিল পৌঁছায় শিলিগুড়ির সফদর হাশমি চকে। সেখানেই শুরু হয় মূল আকর্ষণ — শান্তিপুরের ধাঁচে মাকে কাঁধে তুলে ‘বামা কালী নাচ’। ঢাক-ঢোলের তালে, আগুনের মশালের আলোয় মায়ের প্রতিমাকে নাচিয়ে তোলেন ভক্তরা। মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের ভিড় জমে যায় চত্বর জুড়ে।
advertisement
advertisement
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এ বছর তরুণ অ্যাথলেটিক ক্লাবের পূজো ৬২ তম বর্ষে পদার্পণ করছে। মণ্ডপের বিশেষ আকর্ষণ প্রায় ৪০ ফুট উঁচু বামা কালীর প্রতিমা, যা শিলিগুড়ির পুজোগুলির মধ্যে অন্যতম বড় আকর্ষণ। উদ্যোক্তাদের দাবি, প্রথমবারের মতো বামা কালী রূপে পুজো করার কারণেই শান্তিপুরের আদল বেছে নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের এক সদস্য জানান, ” শান্তিপুরের বামা কালী শুধু পুজো নয়, এক ঐতিহ্য। সেই ঐতিহ্য এবার শিলিগুড়ির মাটিতে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।” শহরবাসীরা জানায়, ” শিলিগুড়ির কালীপুজোর আবহে এমন বামা কালী নাচ আগে কখনও দেখা যায়নি।” শহরের রাত্রি আলোয়, মশালের ঝলক আর ঢাকের তালে মাতোয়ারা শিলিগুড়ি— যেন এক টুকরো শান্তিপুর এসে পড়েছে পাহাড় ঘেরা এই শহরে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 19, 2025 1:31 PM IST