Kali Puja: শান্তিপুর নয়, এবার শিলিগুড়ি, শহরবাসী দেখল বামা কালীর নাচ

Last Updated:

শান্তিপুরের ঐতিহ্য এবার দেখা গেল শিলিগুড়িতেও। শ্যামাপুজোর প্রাক্কালে সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটিক ক্লাবের তরফে এ'বছর গড়ে তোলা হয়েছে শান্তিপুরের আদলে বামা কালী। শহরের পুজোর আবহে এই অনন্য উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর

+
 বামা

 বামা কালীর নাচ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শান্তিপুরের ঐতিহ্য এবার দেখা গেল শিলিগুড়িতেও। শ্যামাপুজোর প্রাক্কালে সুভাষপল্লীর তরুণ অ্যাথলেটিক ক্লাবের তরফে এ’বছর গড়ে তোলা হয়েছে শান্তিপুরের আদলে বামা কালী। শহরের পুজোর আবহে এই অনন্য উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর।
শনিবার রাতে কুমোরটুলি থেকে মশাল শোভাযাত্রার মধ্য দিয়ে ক্লাবের উদ্যোক্তারা মায়ের প্রতিমা নিয়ে আসেন শিলিগুড়ির মণ্ডপে। শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর আদলে তৈরি ছ’ফুটের প্রতিমা মিছিলের মধ্য দিয়ে শহর পরিক্রমা করে পৌঁছায় তরুণ অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে। প্রায় ২০০ জন উদ্যোক্তা অংশ নেন সেই মশাল মিছিলে।
রাত প্রায় দশটা নাগাদ মিছিল পৌঁছায় শিলিগুড়ির সফদর হাশমি চকে। সেখানেই শুরু হয় মূল আকর্ষণ — শান্তিপুরের ধাঁচে মাকে কাঁধে তুলে ‘বামা কালী নাচ’। ঢাক-ঢোলের তালে, আগুনের মশালের আলোয় মায়ের প্রতিমাকে নাচিয়ে তোলেন ভক্তরা। মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের ভিড় জমে যায় চত্বর জুড়ে।
advertisement
advertisement
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এ বছর তরুণ অ্যাথলেটিক ক্লাবের পূজো ৬২ তম বর্ষে পদার্পণ করছে। মণ্ডপের বিশেষ আকর্ষণ প্রায় ৪০ ফুট উঁচু বামা কালীর প্রতিমা, যা শিলিগুড়ির পুজোগুলির মধ্যে অন্যতম বড় আকর্ষণ। উদ্যোক্তাদের দাবি, প্রথমবারের মতো বামা কালী রূপে পুজো করার কারণেই শান্তিপুরের আদল বেছে নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের এক সদস্য জানান, ” শান্তিপুরের বামা কালী শুধু পুজো নয়, এক ঐতিহ্য। সেই ঐতিহ্য এবার শিলিগুড়ির মাটিতে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।” শহরবাসীরা জানায়, ” শিলিগুড়ির কালীপুজোর আবহে এমন বামা কালী নাচ আগে কখনও দেখা যায়নি।” শহরের রাত্রি আলোয়, মশালের ঝলক আর ঢাকের তালে মাতোয়ারা শিলিগুড়ি— যেন এক টুকরো শান্তিপুর এসে পড়েছে পাহাড় ঘেরা এই শহরে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kali Puja: শান্তিপুর নয়, এবার শিলিগুড়ি, শহরবাসী দেখল বামা কালীর নাচ
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement