উত্তরবঙ্গ সফরে এসে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সেই জমি ৩টি সরেজমিনে দেখতে যান। লীনা বলেন, ‘মেয়েদের জন্য শিলিগুড়িতে কোনও হোম নেই। ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম হোম করতে চেয়ে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে। সেজন্য তাদের কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি প্রস্তাবিত জমিও দেখেছি। এবার সংশ্লিষ্ট দপ্তরে একটি রিপোর্ট জমা দেব। সংগঠনটি যদি যোগ্য হয়, সেক্ষত্রে হোম তৈরির অনুমতি দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ জল সমস্যার সমাধানের দাবিতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের!
প্রসঙ্গত, পরকীয়া সন্দেহে এক মহিলার শরীরে থু থু ছিটিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধরের ঘটনার পর আজ ঘটনাস্থলে পৌছালো রাজ্য মহিলা কমিশনের ৪ সদস্যের একটি দল। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় তার টিমকে নিয়ে শিলিগুড়ির সমরনগর-বটতলা এলাকায় পৌছান।গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর নেন তিনি।পাশাপাশি প্রধাননগর থানা পুলিশের কাছেও ঘটনার তদন্তের বিষয়টি নিয়ে কথা বলেন। প্রসঙ্গত, গত ১৭ অক্টোম্বর অর্থাৎ সোমবার সকালে সমরনগর-বটতলা এলাকায় এক মহিলা তার ছেলেকে নিয়ে টিউশনে যাচ্ছিলেন।
আরও পড়ুনঃ লালমাটির ডোকরার সাজে সাজছে বিবেকানন্দ ক্লাবের কালী মণ্ডপ
অভিযোগ, সেইসময় আরেক প্রতিবেশী মহিলা তার শরীরে থু থু ছেটায়। এর প্রতিবাদ করায় তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পরে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। ঘটনার খোঁজ খবর নেওয়ার পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, শহরে এই ধরণের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। গোটা ঘটনার খোঁজখবর নিয়েছি। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। গোটা ঘটনার অপর আমাদেরও নজর রয়েছে।
Aniraban Roy