Siliguri News: লালমাটির ডোকরার সাজে সাজছে বিবেকানন্দ ক্লাবের কালী মণ্ডপ

Last Updated:

শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের এবার ৭৫তম বর্ষের পুজো। এবারের ভাবনা লোকশিল্প। মূলত বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই বাঁকুড়ার ডোকরা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে এবারের মণ্ডপ সজ্জায়।

+
title=

#শিলিগুড়ি : শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের এবার ৭৫তম বর্ষের পুজো। এবারের ভাবনা লোকশিল্প। মূলত বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই বাঁকুড়ার ডোকরা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে এবারের মণ্ডপ সজ্জায়। লোহার কাঠামোর উপর রবার, পাটকাঠি, মুলিবাঁশ, গামছা, শাড়ি, মাটির ভাঁড়, মাটির কলকে ও পুরনো দিনের হ্যারিকেন দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই দুর্গা প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে ডোকরার সাজে।
 
 
advertisement
শিলিগুড়ির কালীপুজোগুলির মধ্যে বিবেকানন্দ ক্লাব প্রতিবছরই নতুনত্বের স্বাদ আনতে চায় তাদের মন্ডপে প্রতি বছরই দলে দলে মানুষ ভিড় করেন৷ শিলিগুড়ির এক একটি জায়গায় এক এক ধরনের মণ্ডপ সজ্জা৷ তা দেখতে দেখতেই চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের৷ অবশ্য তাতেও বছর বছর মানুষ মণ্ডপ সজ্জা, প্রতিমা দর্শনের জন্য রাস্তায় নেমে পড়েন
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে মহিলাদের জন্য শীঘ্রই হতে চলেছে আরও ৩টি হোম
শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবে যেমন এবার দেখা মিলবে বাংলার লোকশিল্পের৷ গোটা মণ্ডপ জুড়ে লোকশিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে৷ মেদিনীপুরের শিল্পী গৌরাঙ্গ কুইল্যার হাত ধরে এই মন্ডপসজ্জা তৈরি হচ্ছে। এর জন্য মণ্ডপে ব্যবহার করা হয়েছে রবার , পাটকাঠি, মুলিবাঁশ, গামছা, শাড়ি, মাটির ভাঁড়, মাটির কলকে পুরনো দিনের হ্যারিকেন৷
advertisement
আরও পড়ুনঃ জল সমস্যার সমাধানের দাবিতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের!
প্রসঙ্গত, গত দুবছর সেভাবে কালীপুজো করতে পারেননি উদ্যোক্তারা৷ সেই কারণেই এবছর পুজো কমিটি মণ্ডপসজ্জা প্রতিমা সবেতেই দর্শনার্থীদের নতুনত্বের স্বাদ দিতে মরিয়া৷ ফের আগের জায়গায় প্রতিষ্ঠা পেতেও মরিয়া উদ্যোক্তারা৷ তাঁরা চাইছেন , সকলের নজর কাড়তে৷ গত ছয় মাস ধরেই এই মন্ডপ শয্যার কাজ হয়ে আসছিল। অবশেষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ২২ তারিখ তারা পুজোর শুভ উদ্বোধন করবেন। তারা আশাবাদী এই বছর দর্শকদের মন জয় করে নিতে পারবেন।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: লালমাটির ডোকরার সাজে সাজছে বিবেকানন্দ ক্লাবের কালী মণ্ডপ
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement