Siliguri News: জল সমস্যার সমাধানের দাবিতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের!

Last Updated:

পানীয় জলের সমস্যা মেটাতে পঞ্চায়েত অফিস কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে আটকে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে।

+
title=

#বাগডোগরা : পানীয় জলের সমস্যা মেটাতে পঞ্চায়েত অফিস কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে আটকে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দারাগাও গ্রামের একাংশ মহিলা ও পুরুষ মিলে আবার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অফিস কার্যালয়ে জলের ড্রাম হাতে নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা ও কিছু স্টাফকে অফিস ঘরে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন দাঁড়াগাও এলাকার বাসিন্দারা।
ভোটের সময় আশ্বাস পেলেও ভোট পেরিয়ে গেলেই কোনরকম হেলদোল প্রশাসন থেকে দেখছেন না তারা। তাই আজ এই পথ বেছে নিলেন দারাও এলাকার বাসিন্দারা। তবে আবার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জল সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন সুকান্ত নগরের ডারাগাও এলাকার মানুষেরা। ভোটের প্রচারে এসে বাগডোগরা সুকান্ত নগরের ডারাগাও এলাকায় জল পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন।
advertisement
advertisement
এলাকাবাসীদের অভিযোগ, ভোটের প্রচারে এলাকায় জল পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা।এরপরও জল আসেনি এলাকায়। তাদের জল কিনে খেতে হচ্ছে। পাশের দুই এলকে জল যাচ্ছে। কিন্তু তাদের একাকী কেন নয়। এই কারণে সমগ্র এলাকাবাসীরা মিলে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।এরপর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে আলোচনা করেন এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা জানান তাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি জলের পাম্প রয়েছে তার মধ্যে একটি খারাপ।
advertisement
আরও পড়ুনঃ লালমাটির ডোকরার সাজে সাজছে বিবেকানন্দ ক্লাবের কালী মণ্ডপ
সেটির মেরামতের জন্য ইতিমধ্যেই তারা চিঠি পাঠিয়েছেন পি এইচ ডিপার্টমেন্টকে এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই পানীয় জলের সমস্যা সমাধান হবে এলাকায়। অন্যদিকে উপপ্রধান সঞ্জীত মাহাতো জানান, পিএইচ‌ই দপ্তরে জানানো হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টায় জলের ব্যবস্থা করা হবে।তার পরেও না মিটলে পিএইচ‌ই দপ্তরে যাওয়া হবে।বিক্ষোভের জেরে আটকে পড়েন পঞ্চায়েত অফিসের কর্মীরা।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: জল সমস্যার সমাধানের দাবিতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement