কারণ প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের দূরে ছুটতে হতো এবার আর তা করতে হবে না। বাড়ির কাছেই সুস্বাস্থ্য কেন্দ্রে হওয়ায় আমাদের প্রাথমিক চিকিৎসা টুকু আমরা করাতে পারবো বলে জানিয়েছেন বাসিন্দারা.
advertisement
আরও পড়ুনঃ পুরনো ঐতিহ্যকে ভুলছে নতুন প্রজন্ম! ঝুলনের ইতিহাস টিকিয়ে রাখতে উদ্যোগ
এদিন মেয়র গৌতম দেব ও ডেপুটিয়ার রঞ্জন সরকার দুই নাম্বার বোরো চেয়ারম্যান মোঃ আলম খান ৩৩ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট চিকিৎসক জে বি সাহা , এ বি তরফদার সহ অন্যান্যরা। সকলেই কার্যত খুশি এই সুস্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হওয়ায়।
আরও পড়ুনঃ পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই
এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন আগেই রাজ্য সরকারের তরফে ৯ টি সুস্বাস্থ্য কেন্দ্র করার অনুমতি পেয়েছি এর আগে ২ টি সুস্বাস্থ্য কেন্দ্র ছিল শিলিগুড়িতে আজ আরও ৩ টি কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে। বাকি কেন্দ্রগুলি অতিসত্বর সূচনা করা হবে এর পাশাপাশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও নিয়োগ করা হবে, ওই কেন্দ্র গুলির জন্য।
Anirban Roy