SIliguri: পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পার্কিং সমস্যায় নাজেহাল শিলিগুড়িবাসী। বহুদিন হয়ে গেল পার্কিং সমস্যা শিলিগুড়িতে রয়ে গেল। শহর বড় হয়েছে ,বেড়েছে গাড়ি রাস্তা কিন্তু বড় হয়নি।
#শিলিগুড়ি : পার্কিং সমস্যায় নাজেহাল শিলিগুড়িবাসী। বহুদিন হয়ে গেল পার্কিং সমস্যা শিলিগুড়িতে রয়ে গেল। শহর বড় হয়েছে ,বেড়েছে গাড়ি রাস্তা কিন্তু বড় হয়নি। শুরু হয়ে গিয়েছে অবৈধ পার্কিং যে যেখানে পারছে সেখানেই গাড়ি রেখে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। গাড়ি বেড়ে গেলেও তা রাখার জায়গার অভাবে কার্যত ভুগছে শহরবাসী। যত্রতত্র অবৈধভাবে বাইক পার্ক করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যায় তুই শিলিগুড়ি শহরের এই পার্কিং ব্যবস্থার দুর্ভোগ বহু বছর ধরেই রয়েছে। কোনোভাবেই পার্কিং এর জায়গা ঠিক করতে পারছে না প্রশাসন বলে অভিযোগ এলাকাবাসীদের। রাস্তার যত্রতত্র গাড়ি পার্ক করে দেয়া হচ্ছে ক্ষুদিরাম পল্লী এলাকায়। দুপাশে গাড়ি এত পার্ক করে রাখা হয় তার ফলে রাস্তা আরো ছোট হয়ে যায় এবং যাতায়াতে মারাত্মক অসুবিধা হয় কোন কারণেযদি কোন অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড ওই এলাকায় ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না অগত্যা প্রাণীর ঘটনাও করতে পারে বলে অভিযোগ প্রতুল বিশ্বাসের। তাদের অভিযোগ প্রশাসন যদি এ ব্যাপারে একটু মদদ করে তাহলে সকলেই উপকৃত হবেন।
advertisement
এই অবৈধ পার্কিংয়ের জেরে গাড়িচালকদের থেকে পথচারী সকলকেই নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিলিগুড়ি শহরের মানুষকে রেহাই দিতে এর আগেও বহু উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কিন্তু তারপরেও পুরোপুরি ভাবে এই সমস্যার সমাধান হয়নি।
advertisement
এই পার্কিং সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ মুন্না প্রসাদ জানান, শিলিগুড়ির যানজট মোকাবিলা করতে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে পুরনিগমের পক্ষ থেকে। পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান যে একেই শিলিগুড়ি শহরে জায়গা খুব কম এটা সত্যিই একটা বড় সমস্যা,
advertisement
শহর বড় হচ্ছে গাড়ি বাড়ছে কিন্তু জায়গা তো একই রয়ে গেছে তবে আমরা কিছু কিছু জায়গা যেমন মহানন্দা নদীর পাড়, দার্জিলিং মোড়ের কাছে একটি জায়গা চিহ্নিতকরণ করেছি সেই জায়গাগুলিকে পার্কিং পয়েন্ট বানিয়ে কিছুটা হলেও পার্কিং সমস্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব।\’
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 10, 2022 3:58 PM IST