Siliguri: পুরনো ঐতিহ্যকে ভুলছে নতুন প্রজন্ম! ঝুলনের ইতিহাস টিকিয়ে রাখতে ‌উদ্যোগ

Last Updated:

রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন এবং চলতি সময়ে এই ঝুলন পূর্ণিমাকে ঘিরেই মধ্য বয়স্কদের মধ্যে রয়েছে হাজারো স্মৃতি। আধুনিকতার যুগে কংক্রিটের শহরে হারিয়ে যাচ্ছে ঝুলন যাত্রার ঐতিহ্য।

+
title=

#শিলিগুড়ি : রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন এবং চলতি সময়ে এই ঝুলন পূর্ণিমাকে ঘিরেই মধ্য বয়স্কদের মধ্যে রয়েছে হাজারো স্মৃতি। আধুনিকতার যুগে কংক্রিটের শহরে হারিয়ে যাচ্ছে ঝুলন যাত্রার ঐতিহ্য। প্রতিযোগিতার যুগে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার দৌড়ে নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এই ঝুলন যাত্রার ইতিহাস। তবে, ঝুলনের ঐতিহ্যকে ধরে রাখতে ঝুলন তৈরি করেছেন শিলিগুড়ির কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস। তার তৈরি ঝুলন দেখতে ভিড় করছে আট থেকে আশি সকলেই। পুরাতন যুগে মা দিদিমারা ছোটদের ঝুলনযাত্রার গল্প শোনাতেন। তার সাথেই উঠে আসতো ইতিহাসের পাতার আরো নানা গল্প ও কাহিনী। তবে, পরিবর্তিত যুগের সাথে ও পড়াশোনার বোঝায় গল্প করার সময়টাই আর পায় না বাচ্চারা। সমাজের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে মুঠোফোনের মধ্যে সীমিত থেকে যাচ্ছে তাদের জীবন।তাই ঝুলন তৈরি কিংবা ঝুলন সম্পর্কে জানার আর সময় বা উৎসাহ কিছু দেখা যায় না। অন্যদিকে, বেড়ে ওঠা শহরে মাটি, বালি সহ নানা ঝুলন তৈরির সামগ্রীও মেলা ভার। ফলে ঝুলনের সংখ্যা কমতে কমতে এখন প্রায় বিলুপ্তির পথে।
 
 
advertisement
কিন্তু বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের ইতিহাস ধরে রেখেছেন শিলিগুড়ি শহরের বেশ কিছু মানুষেরা। তার মধ্যেই একজন উজ্জ্বল বাবু। নিজের বাড়ির ছোট জায়গাতেই তিনি তৈরি করেছেন ঝুলন। শিলিগুড়ি শহরের প্রতীকী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার মধ্যেই, যেখানে একপাশে রয়েছে পাহাড়, কংক্রিটের শহর আবার রয়েছে শহর সংলগ্ন গ্রামও।
advertisement
 
 
নিজের মেয়েকে ঝুলন কি তা বোঝাতেই তার এই উদ্যোগ। তাতে আরো অনেকেই জানতে পারছেন এই ঝুলন সম্পর্কে। ঝুলন যাতে হারিয়ে না যায় তার জন্যই তার এই প্রয়াস। ঝুলন যাত্রা উপলক্ষে উজ্জ্বল বাবু প্রায় দেরমাস ধরে নিজের বাড়িতেই বড়ো সুন্দর করে ঝুলন তৈরি করেছেন।
advertisement
 
এদিন উজ্জ্বল বাবু জানান, চলতি সময়ে বাচ্চারা মোবাইল অনলাইন গেম নিয়েই ব্যাস্ত তাদের মধ্যে ঝুলন নিয়ে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না, তাই তিনি নিজের বাড়িতেই ঝুলন তৈরি করেছেন এবং বাচ্চাদের সেই ঝুলন দেখতে আসার জন্য অনুরোধ করেছেন। তার চেষ্টা বাচ্চারা যেনো তার তৈরি ঝুলন দেখতে আসে ফলে তাদের মধ্যেও ঝুলন বিষয়টা কি সে বিষয়ে জানার পাশাপাশি হয়তো তার তৈর ঝুলন দেখে ঝুলন তৈরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং সেই লক্ষ্যেই তার এই ঝুলন।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পুরনো ঐতিহ্যকে ভুলছে নতুন প্রজন্ম! ঝুলনের ইতিহাস টিকিয়ে রাখতে ‌উদ্যোগ
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement