Siliguri: ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ১ যুবক

Last Updated:

আবারো বড়োসড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।

#শিলিগুড়ি : আবারো বড়োসড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বাধীন স্পেশাল অপারেশন গ্রুপ লাগাতার শিলিগুড়ি শহরে মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য লাভ করে নজর কাড়ছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা কিছুদিন আগেই এই স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেন, এই স্পেশাল অপারেশন গ্রুপ মূলত মাদক বিরোধী অভিযানের জন্যই তৈরি করেন পুলিশ কমিশনার। আর এরপরেই রাতের ঘুম উড়ে যায় মাদক কারবারিদের। ইতিমধ্যেই কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করে নজর কেড়েছে এসওজি।গত সপ্তাহে শিলিগুড়ি থানা এলাকাতে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করার পর এবার ভক্তিনগর থানার আশিগড় আউটপোস্ট এলাকায় মাদক উদ্ধার করে চমক দিল স্পেশাল অপারেশন গ্রুপ।
পুলিশ সূত্রের খবর, মাটিগাড়া থানার বিশ্বাস কলোনির বাসিন্দা বিজয় বর্মনকে ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গিয়েছে এর আগেও ওই এলাকায় মাদক বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। তবে এবার পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়লো বিজয় বর্মন। কানকাটা মোড় এলাকায় ওই মাদক বিক্রি করতে এসেছিল অভিযুক্ত বিজয় বর্মন।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার বেহাল দশা! চরম ভোগান্তিতে এলাকার মানুষ
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিঘর আউটপোস্টের পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করে মাদক উদ্ধার করে। প্রসঙ্গত উল্লেখ করা যায় শিলিগুড়ি শহরজুড়ে ব্যবহার বেড়েছে মাদকদ্রব্য সেবনের। অনেক ছোট কচিকাঁচা ছেলে মেয়েরা এখন কেমিক্যাল ড্রাগসের নেশায় আসক্ত। দিন দিন বেড়েই চলেছে মাদক পাচারকারীদের কারবার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু মোকাবিলায় শিলিগুড়ি পুরনিগমের হাতিয়ার গাপ্পি মাছ!
এবার চিরুনি তল্লাশি চালিয়ে একে একে মাদক পাচারকারীদের ধরতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মাদক মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। আজ অভিযুক্ত বিজয় বর্মণকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই চক্রে আর কারা জড়িয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার আশিঘড় আউট পোস্টের পুলিশ।
advertisement
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত ১ যুবক
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement