Siliguri: রাস্তার বেহাল দশা! চরম ভোগান্তিতে এলাকার মানুষ

Last Updated:

ভক্তিনগর সংলগ্ন ৪২ নং ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকার রাস্তার বেহাল দশা । দীর্ঘ দু'বছর ধরে রাস্তার এরকম অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর ।

+
title=

#শিলিগুড়ি : ভক্তিনগর সংলগ্ন ৪২ নং ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকার রাস্তার বেহাল দশা । দীর্ঘ দু'বছর ধরে রাস্তার এরকম অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর । এই রাস্তা মেরামতের কাজ বন্ধ দীর্ঘদিন ধরেই।তবে এই রাস্তাকে কতটা রাস্তা বলা যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন। এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই। বর্ষা এলেই রাস্তায় জল জমে যায়, পুরো রাস্তা ভাঙ্গা। বহু মানুষের বসবাস ওই এলাকায় এই রাস্তা দিয়ে যাতায়াত করে একাধিক মানুষ। প্রায় দু কিলোমিটার ভাঙা রাস্তাটা তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে চিন্তায় এলাকাবাসীরা। কেবলমাত্র ভোট এলেই পুরনিগমের লোকেরা এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেয়। কিন্তু আদতেও এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হয় তা নিয়ে প্রশ্ন আছে এলাকাবাসীর। অভিযোগ এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে হয়।
 
 
advertisement
কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বড় কোন গাড়ি গেলে ভয় লাগে যে শরীরের উপর উল্টে পড়বে না তো বলে জানালেন এলাকাবাসী অভিজিৎ বাবু। কার্যত ভূপেন্দ্রনগর এলাকা একটু নিচু হওয়ায় জল খুব তাড়াতাড়ি জমে যায়, নিকাশি ব্যবস্থাও ঠিক নেই ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ।
advertisement
 
বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি ।আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। ,\"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা বিশাল রায়
advertisement
 
বছরকে বছর চলে যায় তবুও ঠিক হয় না রাস্তা ঠিক হয়না নিকাশি ব্যবস্থা। চিন্তায় ভূপেন্দ্রনগর এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে তাদের একটাই আর্জি যত তাড়াতাড়ি সম্ভব যেন রাস্তার ঠিক করে দেওয়া হয়.
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: রাস্তার বেহাল দশা! চরম ভোগান্তিতে এলাকার মানুষ
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement