এবারে পরিকল্পনা ছিল আকাশপথে মাদক পাচারের। তবে পাচারের আগে সেই পরিকল্পনাও ভেস্তে দিল পুলিশ। প্রসঙ্গত রবিবার রাতে অনন্ত গ্রোভার কোচবিহার থেকে বাসে করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্য ছিল তার। তবে বিমানবন্দরে চেকিংয়ের সময়ই সিআইএসএফ-এর টিম তার ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বাগডোগরা থানায়। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজা-সহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: প্রথমে শুরু বচসা, তারপরেই ধারাল অস্ত্র দিয়ে বন্ধুর উপর হামলা! যা করল তিন ভাই মিলে...
আরও পড়ুন: কাঠ কুড়োতে গিয়েছিলেন জঙ্গলে! মিলল ঝুলন্ত দেহ
পুলিশ সূত্রে খবর, দিল্লিতে গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল অনন্ত গ্রোভারের। ধৃতের কাছ থেকে ২০ কিলোর বেশি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। আজ, সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অনির্বাণ রায়