TRENDING:

Siliguri News: শিলিগুড়িতে প্রথমবার চালু হল এই বিশেষ ক্যাফে! এর বিশেষত্ব জানলে অবাক হবেন

Last Updated:

স্টুডিও ক্যাফে কনসেপ্টটি হল একটি প্রদর্শনী কক্ষের সঙ্গে ক্যাফের সুবিধাও থাকবে। যেখানে শিল্পীরা বসে শিল্পচর্চা করতে পারবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের একমাত্র স্টুডিও ক্যাফে যেখানে প্রতিনিয়ত শিল্পীদের কর্মকাণ্ডের প্রদর্শন চলছে। মূলত এই স্টুডিও ক্যাফে কনসেপ্টটি হল একটি প্রদর্শনী কক্ষের সঙ্গে ক্যাফের সুবিধাও থাকবে। যেখানে শিল্পীরা বসে শিল্পচর্চা করতে পারবে। শহরের একমাত্র এই  ‘কাপস অফ আর্ট’ স্টুডিও ক্যাফেতে প্রদর্শনী কক্ষের সঙ্গে শিল্পীদের জন্য গান বাজনা করার জায়গায় রয়েছে।
advertisement

সঙ্গে বসে চা কফি পান করতে পারবেন সকলে। স্টুডিও ক্যাফের কর্ণধার শুভ্রনীল দত্ত জানিয়েছেন মূলত ফ্রান্সের এই ধরেনের স্টুডিও ক্যাফের প্রচলন রয়েছে। সেই ধারাটিকে শিলিগুড়ির মানুষের কাছে তথা শিল্পীদের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ।

আরও পড়ুন: চিনে পাচার হচ্ছিল চিতা বাঘের ছাল! তারপরের ঘটনা শুনলে অবাক হবেন

advertisement

View More

স্টুডিও ক্যাফের কর্ণধার শুভ্রনীল নিজেও একজন চিত্রশিল্পী তথা নাট্য শিল্পী। পেটের টানে বহু বেসরকারি সংস্থায় কাজও করেছে তিনি। তবে তাঁর নিজের কিছু করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল । যেহেতু সে নিজে একজন শিল্পী তাই শিল্পীদের কথা চিন্তা করে তাদের জন্য একটা জায়গা তৈরি করার কথা মাথায় আসে তার। সেখান থেকেই এই স্টুডিও ক্যাফের তৈরি করেন তিনি।

advertisement

শিলিগুড়ি খবর | Siliguri News

আরও পড়ুন: তেনজিং নোরগেকে ভারতরত্নের দাবি, এভারেস্ট দিবসে তুঙ্গে শোরগোল

এই স্টুডিও ক্যাফেতে এখন প্রতিনিয়তই শহরের বিভিন্ন চিত্রশিল্পীরা তাদের প্রদর্শনীয় করতে পারছেন অতি সামান্য অর্থ খরচের বিনিময়ে। একইসঙ্গে গান-বাজনা ও আড্ডা চলছে জমিয়ে।

advertisement

স্টুডিও ক্যাফের মালিক শুভ্রনীল জানান, ” শহরে এমন জায়গা আর কোথাও নেই। ‘Cups of art’ এই স্টুডিও ক্যাফের মূল বিষয় বস্তুটি হল এটি একটি আর্ট গ্যালারি  কাম ক্যাফে।কে যুক্ত করা হয়েছে। যেখানে চা খেতে খেতে মানুষ চিত্র প্রদর্শনের আনন্দ উপভোগ করতে পারবেন।”

ক্যাফেতে আসা এক শিল্পী সলমন শেখ জানান,”শহরের মাঝখানে এমন একটি স্টুডিও ক্যাফে সত্যিই আমাদের জন্য খুব ভাল। যে কোন জায়গায় একটি প্রদর্শনী কক্ষ ভাড়া নিতে গেলে অনেকটা ব্যয় সাপেক্ষ। সেখানে এরকম একটি জায়গা শিল্পীদের জন্য অত্যন্ত ভাল। আমার বন্ধু প্রিয়া কর্মকারের একটা এক্সিবিশন এই মুহূর্তে চলছে। আগামীতে আমিও আমার ফটোগ্রাফির এক্সিবিশন এখানেই করব বলে ঠিক করেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে প্রথমবার চালু হল এই বিশেষ ক্যাফে! এর বিশেষত্ব জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল