Siliguri News: তেনজিং নোরগেকে ভারতরত্নের দাবি, এভারেস্ট দিবসে তুঙ্গে শোরগোল
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের দাবি উঠল এভারেস্ট দিবসে।
শিলিগুড়ি: তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের দাবি উঠল এভারেস্ট দিবসে। বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী দ্বয়ের অন্যতম তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করার দাবি উঠল শিলিগুড়িতে। ৭০ তম এভারেস্ট দিবসের দিন আবারও একই দাবি জোরাল হল।
১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারিকে নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন প্রথম ভারতীয় তেনজিং নোরগে শেরপা। তারপর থেকে এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। সেইসঙ্গে প্রতিবছরই এভারেস্ট ডে উপলক্ষে সব জেলাতেও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিগত দুই বছর সে ভাবে অনুষ্ঠান না করতে পারলেও। এবার ভালভাবেই অনুষ্ঠান পালন হয়।
advertisement
advertisement
একে একে সকলে এসে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান। হিমালয়ান নেচার এণ্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) উদ্যোগে দিনটি পালিত হয়। শহরের মেয়র গৌতম দেবও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। পরে তিনি স্মৃতিচারণ করেন। বিভিন্ন বয়সের পর্বাতোরোহী থেকে পরিবেশপ্রেমীরা শ্রদ্ধার্ঘ জানান। শিলিগুড়ির শেরপা সম্প্রদায়ের শিল্পীরা নিজস্ব পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তারা তেনজিং এর মূর্তিতে খাদা পরিয়ে তারপর তাদের ট্র্যাডিশনাল গানও করেন ।
advertisement
এদিন গৌতম দেব জানান, “তেনজিং নোরগকে ভারতরত্ন দেওয়ার দাবি অনেকদিন ধরেই উঠে আসছে। এর আগেও কেন্দ্রকে জানানো হয়েছিল। আমরা ফের মুখ্যমন্ত্রীকে বলব যাতে তিনি কেন্দ্রের কাছে তেনজিং নোরগে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা বলেন।” অন্য দিকে সমাজসেবী অনিমেষ বসু জানান, “শিলিগুড়ির শেরপা সম্প্রদায়ের লোকেরা এসে সংস্কৃতিক অনুষ্ঠান করেছে, এভারেস্ট জয়ের দিনটিকেই তার জন্মদিন হিসেবে তিনি মানতেন তাই আমরা কেক কেটেছি। তেনজিং নোরগে সারা পৃথিবীর মানুষের কাছে হিরো তথা আমাদের দেশের গর্ব। কিন্তু আমরা এখনও তাঁকে ভারতরত্ন তুলে দিতে পারিনি। তাই এবারও আমাদের এই দাবি নিয়েই আজকের দিনটি পালন করলাম।”
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:52 PM IST