Siliguri News: পুজো চলার মাঝে আচমকা এ কীসের আর্বিভাব! চমকে গেলেন এলাকার বাসিন্দারা

Last Updated:

কালীপুজো চলাকালীন গ্রামে ঢুকে পড়ল হাতি। হঠাৎ গজরাজের এই আগমনকে ঘিরে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগডোগরার অদূরে কেষ্টপুরের চৌপুকুরিয়ায়।

শিলিগুড়ি
শিলিগুড়ি
বাগডোগরা: কালীপুজো চলাকালীন গ্রামে ঢুকে পড়ল হাতি। হঠাৎ গজরাজের এই আগমনকে ঘিরে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগডোগরার অদূরে কেষ্টপুরের চৌপুকুরিয়ায়। গ্রামের রাস্তায় ওই হাতিটির পিছন পিছন এলাকার বাসিন্দারা ভিড় করেন। যদিও শেষপর্যন্ত কোনও অঘটন ঘটেনি। কাউকে জখম না করে, এলাকার কারও কোনও ক্ষতি না করেই আবার জঙ্গলে ফিরে গিয়েছে হাতিটি।
রাতে বাগডোগরার জঙ্গল থেকে যখন  চৌপুকুরিয়ায় ঢোকে তখন সেখানে সুনীল কুণ্ডু নামের জনৈক বাসিন্দার বাড়িতে কালীপুজো হচ্ছিল। সেই উপলক্ষ্যে সেখানে তখন ভালই জমায়েত ছিল। এদিকে, অনুষ্ঠান বাড়িতে খাবারের গন্ধ পেয়ে হাতিটি সটান সেদিকেই রওনা দেয়।
advertisement
advertisement
তবে সুনীলের বাড়িতে ঢোকেনি। ওই ভিড় বাড়িতে হাতি ঢুকলে যে কী অঘটন ঘটতে পারত, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয়রা। হাতিটি শেষমেশ ওই বাড়ির সামনে দিয়ে, স্থানীয় পুকুরের পাশ দিয়ে হেঁটে চলে যায়।
বনকর্মীরা বাজি ফাটিয়ে জঙ্গলে ফেরত পাঠান হাতিটিকে। এদিকে গ্রামের বাসিন্দারা জানান, হাতিটি মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় খাবারের খোঁজে ঢুকে পড়ে। মঙ্গলবার সন্ন্যাসী এলাকায় ঢুকে পড়েছিল হাতিটি। খাবারের গন্ধেই বুধবার রাতে হাতিটি গ্রামে ঢুকেছিল বলে বনকর্মীদের অনুমান।
advertisement
এক গ্রামবাসী বলেন, "মনে হচ্ছে জঙ্গল এলাকা থেকে হাতিটি আলো দেখতে পায়, আর আওয়াজ শুনতে পায়। আর সেই কারণেই খাবার পাওয়া যাবে ভেবে গ্রামের দিকে চলে আসে। এসেই  হাজির হয় মন্দিরের সামনে। ব্যস লোকজন ভয় পেয়ে ছোটাছুটি ও চিৎকার শুরু করলে হাতিটি মন্দিরে না ঢুকে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে। তখনই বন দফতরের কর্মীরা এসে আবার জঙ্গলে ফেরত পাঠান হাতিটিকে।"
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুজো চলার মাঝে আচমকা এ কীসের আর্বিভাব! চমকে গেলেন এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement