শিলিগুড়ি: গরমে নাজেহাল সকলে। একটু ঠান্ডার আমেজ নিতে পাহাড়ে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। পাহাড় ঘুরতে এসে সাফারি পার্ক ঘুরে যাচ্ছেন পর্যটকরা। তাই আগামী ১৫ জুন পর্যন্ত বেঙ্গল সাফারি পার্ক প্রতিদিন খোলা থাকছে। নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন সোমবার বন্ধ থাকে পার্ক। কিন্তু এখন সেটাও নেই।
রোজ পার্ক খোলা থাকছে পর্যটকদের জন্য। শিলিগুড়ি ছাড়াও উত্তরের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসছেন বেঙ্গল সাফারি পার্কে। পার্কের অধিকর্তা কমল সরকার বলেন, "এখন পর্যটনের ভরা মরশুম। তাই পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শিলিগুড়ির অদূরে শালুগাড়ার পাশে অবস্থিত এই বেঙ্গল সাফারি পার্ক। এখানে বাঘ, ভল্লুক, হরিণ, চিতা রয়েছে। এছাড়া হাতি সাফারি করানো হয়। হাতির পিঠে চড়ে পার্কে ঘোরানো হয়। শুধু তাই নয় পার্কে রয়েছে কুমির, ঘড়িয়াল, দেশ-বিদেশের নানান পাখি। রয়েছে প্রজাপতিদের নিয়ে একটি আলাদা পার্ক। এছাড়া পার্কে নানান ধরনের গাছ রয়েছে। তাই দিনভর হুল্লোড় করে কাটানোর জন্য আদর্শ জায়গা এই সাফারি পার্ক। আট থেকে আশি সকলের কাছেই এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই পার্ক। পর্যটকের সংখ্যাও বেড়েছে আগের তুলনায় অনেকটাই।
আরও পড়ুন: একজোড়া পাকা সেতু! কোথায় তৈরি হচ্ছে জেনে নিন...পর্যটন মরশুমে প্রতিদিন মানুষ খোঁজ নেয় পার্ক খোলা আছে কি না। তাই আগামী ১৫ ই জুন পর্যন্ত প্রতিদিন পার্ক খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পার্কের অধিকর্তা কমল সরকার বলেন, "আমরা সপ্তাহে একদিন সোমবার পার্ক বন্ধ রাখতাম। কিন্তু যেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হল তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি পার্ক আর বন্ধ রাখা যাবে না। কারণ বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সকলেই এখন ছুটির মেজাজে ৷ এরপর আবার বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। তাই পার্ক খোলাই থাকবে। তবে এর মধ্যেও আমাদের কর্মীরা জীবজন্তুর খাঁচা পরিষ্কার করে দিচ্ছে।"
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri, Siliguri News