Jalpaiguri News: সংস্কৃতি আর ইতিহাসের খোঁজে সাইকেলে চেপেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল মেহুল

Last Updated:

সাইকেল চালিয়ে সমগ্র ভারত ভ্রমণের মধ্য দিয়ে মানুষের কাছে থেকে স্বাস্থ্য, প্রকৃতি সহ দেশের বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাস জানতে ইতিমধ্যেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মেহুল। এর শুরুটা করেছিলেন ২০২১ সালের ২১ জুন।

+
মেহুলের

মেহুলের ভারত ভ্রমণ

জলপাইগুড়ি: সাইকেল চালিয়ে সমগ্র ভারত ভ্রমণের মধ্য দিয়ে মানুষের কাছে থেকে স্বাস্থ্য, প্রকৃতি সহ দেশের বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাস জানতে ইতিমধ্যেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মেহুল। এর শুরুটা করেছিলেন ২০২১ সালের ২১ জুন। যে সময় সমগ্র বিশ্ব করোনা মহামারীর কবলের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময় সুদূর মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার গোবিন্দ নগরে অবস্থিত সরস্বতী গ্রামোদয় হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু হয়েছিল সাইকেল নিয়ে যাত্রা।
ইতিমধ্যেই ১১টি রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে ডুয়ার্সের চা বলয়ের প্রাণকেন্দ্র মালবাজার শহরে এসে উপস্থিত হলেন ৩২ বছরের যুবক তথা শিক্ষক মেহুল লাখানি।এখানে রাত্রি যাপন করে, ফের যাত্রা শুরু করেন তিনি। সাইকেলের সামনেই রয়েছে মেহুল ভারত যাত্রী নামাঙ্কিত বোর্ড। তিনি ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন ৩৬ হাজার কিলোমিটার। মূলত দেশবাসীর কাছে তার বার্তা স্বাস্থ্য সচেতনতার সঙ্গে প্রকৃতিকে রক্ষা করা, দেশের সংস্কৃতি এবং ভারতবর্ষের বৈচিত্রময় ইতিহাসকে আপামর দেশবাসীর সামনে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য।
advertisement
advertisement
মূলত প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যকে সচল ও সবল রাখার ক্ষেত্রে সাইকেলিং-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করেন মেহুল। ২০২১ সালের জুন মাস থেকে এখনও পর্যন্ত ভারত ভ্রমণ করে চলেছেন মেহুল লাখানি। পেরোতে হয়েছে বহু বাধা-বিপত্তি। তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি।
advertisement
এবারের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পথ পাড়ি দেওয়া। এদিন তাঁর চোখে মুখে ফুটে উঠেছে অখন্ড ভারতবর্ষের বিভিন্ন তথ্যের কথা। লক্ষ্যকে স্থির রেখেই সাইকেল চালিয়ে এগিয়ে চললেন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ঘুরে দেখতে। এদিন মালবাজার শহরের সুভাষ মোড়ে পৌঁছতেই শহরের বাসিন্দারা তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপহার হিসাবে হাতে তুলে দেন প্রাথমিক স্বাস্থ্য রক্ষার সরঞ্জামও।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সংস্কৃতি আর ইতিহাসের খোঁজে সাইকেলে চেপেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল মেহুল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement