Siliguri News: চিনে পাচার হচ্ছিল চিতা বাঘের ছাল! তারপরের ঘটনা শুনলে অবাক হবেন

Last Updated:

চিতাবাঘের ছাল চিনে পাচারের ছক কষেছিল পাচারকারী। খবর পেয়েই অভিযান চালালো বনদফতর।

শিলিগুড়ি: চিতাবাঘের ছাল চিনে পাচারের ছক কষেছিল পাচারকারী। খবর পেয়েই অভিযান চালালো বনদফতর। ঘটনায় গ্রেফতার ব্যক্তি। জানা গিয়েছে, চিতাবাঘের ছাল পাচার হবে গোপন সূত্রে এই খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে বৈকন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ওদলাবাড়ি এলাকায় অপেক্ষা করতে থাকে।
সেইসময় ওই পথে আসা একটি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায় বনকর্মীরা। সেই গাড়ি থেকে উদ্ধার হয় চিতাবাঘের ছাল। ঘটনায় গ্রেফতার করা হয় ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ বেলাল আলী  বয়স ৩৩ বছর।জলপাইগুড়ি জেলার চালসার বাসিন্দা। বনদফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের ছালটি ৮০ সেন্টিমিটার লম্বা ও ৩০ সেন্টিমিটার চওড়া। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মালবাজার হয়ে চিতাবাঘের ছালটিকে চিনে পাচার করার ছক ছিল।
advertisement
advertisement
তবে পাচারের আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই পাচার চক্র রুখে দেয় বন দফতর। তারপর ঐ পাচারকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসা বাদ করতেই জানা যায়, চিনে পাচার করার উদ্দশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই চিতা বাঘের ছাল। তবে এই পাচার চক্রে আরও বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে বনদফতর । অন্যদিকে ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চিনে পাচার হচ্ছিল চিতা বাঘের ছাল! তারপরের ঘটনা শুনলে অবাক হবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement