TRENDING:

Siliguri News: দারুণ খবর, ২০২৩-এই সেবক-রংপো রুটে চালু হতে পারে রেলপথ

Last Updated:

শীঘ্রই সেবক-রংপো রুটে রেলপথ চালু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: খুব শীঘ্রই সেবক-রংপো রুটে রেলপথ চালু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। আগামী বছরের মধ্যে সেবক - রংপো রেলপথ চালু করার লক্ষ্যে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এদিন এই রেলপথের কাজ পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশূল গুপ্তা। সেবক থেকে কালিম্পং এর মধ্যে এই রেলপথের যে অংশ টানেল বা সুরঙ্গ রয়েছে এদিন তার বিভিন্ন অংশের কাজ পরিদর্শন করেন অংশূল গুপ্তা। কাজের সাফল্য ও গতি দেখে তিনি ২০২৩ সালের মধ্যে এই রেলপথ চালু করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
advertisement

এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এই রেলপথে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টানেলটি রয়েছে সেই ১২ নম্বর ট্যানেলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেবক রংপো রেলপথের এই ১২ নম্বর টানেলটি রয়েছে কালিম্পং জেলার তারখোলা ও শুকরিয়া খোলার মধ্যে। এর দৈর্ঘ্য ১৪০৩ মিটার।

আরও পড়ুন: বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে

advertisement

এখানকার পাহাড়ি শিলা ও মাটির চরিত্র বিচার করেই অত্যাধুনিক প্রযুক্তিতে সাফল্যের সঙ্গে এই ট্যানেলটির কাজ শেষ হয়েছে। এখানকার দুর্বল মাটি তথা ভূত্বকের জন্য এই ট্যানেল তৈরির কাজ যথেষ্ট জটিল ও ঝুঁকির ছিল। শেষ পর্যন্ত দক্ষ ও অত্যাধুনিক কারিগরি সহায়তায় সফলভাবেই নির্বিঘ্নে সেই কাজ শেষ হয়েছে।

View More

আরও পড়ুন: মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি, বাংলা-সহ গোটা দেশের জন্য বিরাট ঘোষণা

advertisement

সেবক- রংপো ৪৫ কিলোমিটার রেলপথের মধ্যে ৩৮ কিলোমিটার ৬৫ মিটার পথ রয়েছে সুড়ঙ্গের মধ্যে। আর এই মোট সুড়ঙ্গ পথের ২৫ কিলোমিটার কাজ শেষ হয়ে গিয়েছে। ৪৫ কিলোমিটার এই রেলপথের মধ্যে ১৪ টি ট্যানেল বা সুরঙ্গ, ১৭ টি রেল সেতু এবং পাঁচটি স্টেশন রয়েছে। এই ১৪ টি টানেলের মধ্যে ৫ টি টানেলের কাজ সম্পন্ন হয়েছে। আজ দুটি টানেলের সংযোগস্থলে ব্লাস্ট করে টানলে পি১ও পি২ টানেল দুটি যোগ হয়। অতি শীঘ্রই সমস্ত টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে। এবং আগামী বছর থেকে সেবক- রংপো রেলপথ চালু করার ব্যাপারে তারা আশাবাদী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দারুণ খবর, ২০২৩-এই সেবক-রংপো রুটে চালু হতে পারে রেলপথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল